Table of Contents
বৃষ্টি ঝরে যায় | Brishti Jhore Jay – Tausif | Lyrics

তৌসিফ আহমেদ (তৌসিফ নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী।তিনি অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন।তৌসিফের জন্ম রাজশাহী দিনাজপুরের সিপাইপাড়ায়।তৌসিফ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে থেকে মেডিকেল সায়েন্সে শিক্ষাগ্রহণ করেছেন।ছোটবেলা থেকেই বাবার হাতেই তার সংগীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাইয়ের কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত একটি কনসার্টে এবং তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম অভিপ্রায়। একক অ্যালবামে এর পাশাপাশী তিনি বেশ কিছু মিক্স অ্যালবামেও কাজ করেছেন।

তৌসিফের কম্পোজিশনে গান গেয়েছে লিজা, কনা ,কনিকা, অলিক, মুক্তা, ইলিয়াস ও ফারাবী।তৌসিফের কম্পোজিশনকৃত এসব গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত। কণ্ঠশিল্পী লিজা তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা গানটি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়া একক অ্যালবামে নিজের গাওয়া বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, দুরে কোথাও আছি বসে, এক পলকে ও আমার জান পাখি ময়না বেশ শ্রেতাপ্রিয় গান। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীত ‘‘এই তো ভালোবাসা’’ এর কম্পোজিশন করেছেন, গানটি পর্দায় অভিনয় করেন ইমন নীরব এবং ছিদ্দিক।
বৃষ্টি ঝরে যায় -লিরিক্স
বৃষ্টি ঝরে যায়, দু’চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে
তোমারো চোখে কি বৃষ্টি পড়ে টুপুর টুপুর
আমাকে মনে করে সারাটি বেলা
যত কথা ছিল মনে বলেছি তোমাকে আমি
ভুলে কি গেছো সব হৃদয়ের কথা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
তোমারো চোখে কি দিন কাটে বছর হয়ে
হীম ঝড় বয়ে যায় সারাটি বেলা
যত মিনতি থাকে করেছি তোমাকে আমি
আসনি ফিরে, আছি একা
বৃষ্টি ঝরে যায়, দু চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে

bristi-jhore jay duchekhe gopone – Roman lyrics
sokhi go nilana khobor jotone
ashay ashay bose thaki tomaro pothe
sokhi go nilana khobor monete
bristi-jhore jay duchekhe gopone
sokhi go nilana khobor monete
tomaro chokhe ki bristi pore
tupur tupur amake mone kore sarati bela
joto kotha chilo mone bolechi tomake ami
vule ki gecho sob hridoyer kotha
bristi-jhore jay duchekhe gopone
sokhi go nilana khobor jotone
tomar chokhe ki din kate bochor hoye
himo jhor boye jay sarati bela
joto minoti thake korechi tomake ami
asoni fire achi eka
bristi-jhore jay duchekhe gopone
sokhi go nilana khobor monete
ashay ashay bose thaki tomaro pothe
sokhi go nilana khobor jotone
bristi-jhore jay duchekhe gopone
sokhi go nilana khobor jotone

আরও দেখুনঃ
- যদি ত্বরিতে বাসনা থাকে [ Jodi Torite Bashona Thake ]
- Asi bole gelo bondhu ailo na | আসি বলে গেল বন্ধু আইলো না