Table of Contents
বেইমান এমনও আছে লিরিক্স-মুনিয়া মুন-[Beiman Emono Ache Lyrics-Munia moon]
বেইমান এমনও আছে লিরিক্স
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে…
মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে
মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে…..
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে…..
ভালোবাইসা বুকের উপর
যারে দিলা ঠাই~
সে তোমারে মনের~মইধ্যে
মারবে ছুরির ঘাই
ভালোবাইসা বুকের উপর
যারে দিলা ঠাই~
সে তোমারে মনের~মইধ্যে
মারবে ছুরির ঘাই
ভবের মারা মাইরা একদিন
লুকাইয়া গেছে
দেখবা ভবের মারা মাইরা একদিন
লুকাইয়া গেছে
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
তোমার উপর করবো বন্ধু
যেই না অত্যাচার
প্রকাশ করলে সবাই কইবো
করছো মিথ্যাচার….
তোমার উপর করবো বন্ধু
যেই না অত্যাচার
প্রকাশ করলে সবাই কইবো
করছো মিথ্যাচার….
সাত সাগরের পানি তোমার
চোখে জমাইছে
দেখবা সাত সাগরের পানি তোমার
চোখে জমাইছে
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
যার লাগিয়া করবায় চুরি
সে বানাইবো চোর~
কাইন্দা কাইন্দা যতই তুমি
নিশি করো ভোর…
যার লাগিয়া করবায় চুরি
সে বানাইবো চোর~
কাইন্দা কাইন্দা যতই তুমি
নিশি করো ভোর…
শাহ-আলম সরদার কয় তোমার
কপাল পুইড়াছে
মুনিয়া মুন কয় তোমার কপাল পুইড়াছে
বেইমান এমনও আছে লিরিক্স…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে…..
বেইমান এমনও আছে…..
চামড়া কাইটা বসতে দিলে দেখবা
জুতা বানাইছে….
মুনিয়া মুন এর জীবনী
তখনো সে গানের মানে বুঝে ওঠেনি। গান কেন গায়, কার জন্য গায় তার আগাগোড়া কিছুই জানতো না। জানবেই-বা কী করে, মাত্র তিন বছর বয়সে এতো কিছু জানারও তো কথা নয়। কিন্তু গান গেয়ে-তো ঠিক মাতিয়েই দিয়েছিল স্থানীয় ভ্রাহ্মমণডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। উপভোগীরা হতবাক হয়ে মন্ত্রমুগ্ধের মত শুনছিলেন মুনের গান।
সত্যিই তো, যেন আকাশ থেকে চাঁদ নেমে এলো পৃথিবীর বুকে আর ঘুম পাড়ানির গানের মতো নির্মল আবেশে মুগ্ধ করে তোলে সবাইকে। সেদিন বাবার কোলে চড়ে স্কুলের অনুষ্ঠানে গিয়ে বেঞ্চির ওপর দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে জীবনে প্রথম গান গাওয়ার স্মৃতি আজো মুনকে স্মৃতিকাতর করে।
বলছি, সেরাকণ্ঠ-খ্যাত এ সময়ের প্রতিভাময়ী কণ্ঠশিল্পী মুনিয়া মুনের কথা। বাবা এবং ফুফুরা আগে থেকেই গান করতেন। তাদের কণ্ঠে শুনে শুনে ক্ষুদে মুনও রপ্ত করে পেলতো লাইন থেকে লাইন। এতে করে সবাই অবাকই হতেন। অভিভাবকরা তখনই বুঝতে পেরেছিলেন এই মেয়ে ভবিষ্যতে আকাশ ছুঁবে।
পরে দাদুর অনুপ্রেরণায় সঙ্গীতের সেই আকাশছোঁয়া স্বপ্নের ভেলায় ভেসে এগিয়ে চলছে গাইবান্ধার মেয়ে মুনিয়া মুন। ওস্তাদ মতিন-উর-রহমানের কাছে প্রথম হাতেখড়ি পাওয়া মুন অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় যেকোনো অনুষ্ঠানে ক্রমাগত ডাক পড়ে তার। এরপর কলেজেও মুন হয়ে ওঠে সবার প্রিয় মুখ।
আরও দেখুনঃ
- আঁচলে বান্ধিয়া রাখিবো লিরিক্স [ Achole Bandhiya Rakhibo lyrics ] । সাবিনা ইয়াসমিন । sabina yasmin
- Kemone Bhulibo Ami | কেমনে ভুলিব আমি | HridKosh | শাহ আব্দুল করিম