বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ]
ফরিদা পারভীন । Farida Parveen
কথা ও সুরঃ লালন শাহ
ছায়াছবিঃ মনের মানুষ
ফরিদা পারভিন (ডিসেম্বর ৩১, ১৯৫৪) বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। তিনি মূলত পল্লীগীতি গেয়ে থাকেন বিশেষ করে তিনি লালন সঙ্গীতের জন্য বেশি জনপ্রিয়।
জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন । নজরুলগীতি দিয়ে শুরু করলেও তিনি পরবর্তীতে দেশাত্মবোধক গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ১৯৭৩ সালের দিকে।
বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen
বেধেছি এমন ঘর লিরিক্স
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর ফটকা করে।।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর ফটকা করে।।
ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে।।
![বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen 2 বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-07T035558.604-300x157.jpg)
সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি,
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি-তুফান এলে পরে।।
খুঁটির গোড়ায় নাইকো মাটি,
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি-তুফান এলে পরে।।
ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে।।
মূলাধার কুঠরি নয় টা
তার উপরে চিলে-কোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।![বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen 3 বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen](data:image/svg+xml,%3Csvg%20xmlns=%22http://www.w3.org/2000/svg%22%20viewBox=%220%200%20300%20157%22%3E%3C/svg%3E)
তার উপরে চিলে-কোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে।।
![বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen 3 বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/images-2022-07-07T035617.882-300x157.jpg)
উপর নীচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন্ দরজা খুলে ঘরে।।
ধন্য ধন্য বলি তারে।
ধন্য ধন্য বলি তারে।।
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।
তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
![বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen 4 বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-91-2-300x157.jpg)
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে।
তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল।তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, “সাঁইজি হিন্দু কি মুসলমান, এ কথা আমিও স্থির বলিতে অক্ষম।”
বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতি-নীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনাবলে তিনি হিন্দুধর্ম এবং ইসলামধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন।
তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল।
![বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen 5 বেধেছি এমন ঘর লিরিক্স [ Bedhechhe Emon Ghor Lyrics ] । ফরিদা পারভীন । Farida Parveen](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-92-1-300x157.jpg)
মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকে তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণবধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন।
প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কূল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না।
আরও দেখুনঃ
- একদিন তোমারি নাম লিরিক্স [ Ekdin Tomari Name Lyrics ] । গজল । Gazi Anas
- যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ] । সোনু নিগম । Sonu Nigam
- কত মানুষ ভবের লিরিক্স [ Koto Manush Vober Lyrics ] । কনক চাঁপা । Kanak Chapa
- আমারও ছিল সব লিরিক্স [ Amaro Chilo Sob lyrics ] । Islamic song । Hujaifa Islam
- প্যারা নাই চিল লিরিক্স [ Pera Nai Chill Lyrics ] । Shiekh Sadi & Purnoy Hoq