Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বেবী নাজনীন । বাংলাদেশী কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ

বেবী নাজনীন । বাংলাদেশী কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ

বেবী নাজনীন একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। ১৯৭৬ সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন। তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির একক প্রার্থী।

প্রাথমিক জীবন

বেবী নাজনীন ১৯৬৫ সালের ২৩ আগস্ট রংপুরের নীলফামারীতে জন্মগ্রহন করেন।মাত্র সাত বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবী নাজনীনের। সেই যে শুরু, চলেছে টানা ২০০৮ পর্যন্ত।

কর্মজীবন

ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন। ১৯৮০ সালে প্রথম সিনেমার গানে কণ্ঠ দেন তিনি। এহতেশামের ‘লাগাম’ সিনেমার গানটির সুর ও সংগীত করেন আজাদ রহমান। ১৯৮৭ সালে মকসুদ জামিল মিন্টুর সংগীত পরিচালনায় প্রকাশিত প্রথম অ্যালবাম ‘পত্রমিতা’। এটিই তাঁর সংগীতজীবনের মোড় ঘুরিয়ে দেয়।

তারপর ‘নিঃশব্দ সুর’, ‘কাল সারা রাত’, ‘প্রেম করিলেও দায়’, ‘দুচোখে ঝুম আসে না’ অ্যালবামগুলো আধুনিক গানে বেবী নাজনীনের অবস্থান শক্ত করে।

‘ওই রংধনু থেকে’, ‘কাল সারা রাত ছিল স্বপনের রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘কই গেলা নিঠুর বন্ধু রে সারা বাংলা খুঁজি তোমারে’, ‘পুবালী বাতাসে’, ‘ও বন্ধু তুমি কই কই রে…’, এমন অনেক জনপ্রিয় গান আজও দেশের মানুষের মুখে ফিরে। তাঁর সর্বশেষ একক অ্যালবাম ‘ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন’।

এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে চার দশকেরও বেশি সময় তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভান্ডার। আধুনিক গানের বাজারে সর্বাধিক সংখ্যক একক অ্যালবামের শিল্পী বেবী নাজনীন সমানতালে প্রতিনিধিত্ব করেছেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ বিদেশের স্টেজে।

এখন তিনি অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশের চেয়ে বিদেশেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীত তারকা। আগামী ২ থকে ৪ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠেয় ৩৬তম ফোবানা কনভেনশন ২০২২’এ পারর্ফম করেন তিনি।

তার কণ্ঠে রবীন্দ্র নজরুল সঙ্গীত ছাড়াও হিন্দী, উর্দু গান এবং গজল শোনা যায় বিভিন্ন স্টেজে। বাংলাদেশের হাতে গোনা যে কয়েকজন শিল্পী আছেন নির্দিষ্ট গানের বাইরে বিভিন্ন ঘরানার গানের চর্চা এবং পরিবেশনায় যাাদের ব্যাপক দখল রয়েছে, ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন তাদের অন্যতম।

ব্যাক্তিগত জীবন

এই মুহূর্তে একমাত্র ছেলে মহারাজ অমিতাভকে নিয়ে নিউইয়র্কের এস্টোরিয়াতে আছেন। ছেলে ইউনিভার্সিটি অব হিউস্টোন থেকে আইটি নিয়ে স্নাতক শেষ করেছেন।

পুরস্কার ও সম্মাননা

আরও দেখুনঃ

Exit mobile version