Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

বেহায়া মন [ Behaiya Mon ]

বেহায়া মন
চিশতি বাউল

“বেহায়া মন” গানটি একটি বাউল গান । গানটি গেয়েছেন এবং লিখেছেন বাউল  শামসুল হক চিশতি যিনি চিশতি বাউল নামেও পরিচিত৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল।

বেহায়া-মন [ Behaiya Mon ]

গীতিকারঃ চিশতি বাউল

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ চিশতি বাউল

গানের জনরাঃ বাউল সংগীত

বেহায়া-মন [ Behaiya Mon ]

ও বন্ধু রে,
আমি তোরে ভালোবাসি বলে
লোকে কয় চণ্ডাল।
তুইও কাটা গায়ে লবন দিয়া
খোঁচাইয়া তুলতেছো ছাল।
আইজ আমার ঘটিলো জঞ্জাল…

বেহায়া মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।।
ও তুই, যতই জ্বালা দিস রে কালা,
ততই বড়ে প্রেমও স্বাদ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।

বাউল

শোন বলি গো, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।

 

ও তুই, যত ব্যাথা দিয়েছিস নিঠুর,
ব্যাথার পরিবর্তে সেথা, লেগেছে মধুর।
যেমন, প্রভূর দ্বার ছাড়ে না কুকুর,
যতই করুক বেত্রাঘাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।।
বেহায়া-মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।।

 

ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী
মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি
ও তুই কোনবা দোষে কোন কারণে
ছেড়ে দিলি আমার সাথ।

তোর লাইগা বেহায়া-মনটা, করে রে উৎপাত।।
বেহায়া-মনটা লইয়া, তোমারে ভালোবাসিয়া,
আইজ আমার ঘটিলো জঞ্জাল।।

চিশতি বাউলঃ

চিশতি বাউল

বেহায়া মন গাওয়া বাউল ৩০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আনাচকানাচে গাইছেন শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল। ‘বেহায়া-মন’ গানটি গেয়ে তিনি বেশি পরিচিতি পান। এবার তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘আবার বসন্ত’। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এর একটি সাক্ষাতকারে জানান, ‘মিলন হবে কত দিনে’ গানটি বছরের পর বছর দেশের বিভিন্ন মঞ্চে তিনি গেয়েছেন। তবে এবারের পরিবেশনা ছিল অন্য রকম। বললেন, ‘গানটা ভালোই লাগছে।

তবে আমি তো আর আমার মতো গাইতে পারিনি। গানটা ভিন্নভাবে গাইতে হয়েছে। এই গান পালাগানের স্টেজে বা বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি সারিন্দা বাজিয়ে। এবার গানটা পরিচালকের পরিকল্পনা অনুযায়ী গাইতে হয়েছে। কষ্ট হলেও তাঁদের মতো করে গেয়েছি। কেন জানি মনে হচ্ছে, আমাদের স্টাইলে গাওয়া হলে আরও সুন্দর হতো। গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের একজন সংগীত পরিচালক।

 

আরও দেখুনঃ

Exit mobile version