বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ]

অনুপম রায়

 

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

 

অনুপম রায়  কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার।

 ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

 

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

বোবা টানেল লিরিক্স

ফিরে গেছে কত,

বোবা টানেলের গলা চিরে আলো

ইচ্ছেরা ছুটে চলে

সারাটা দিন জুড়ে,

তুমি আনাগোনা করেছ সেই সুরে

তার রঙ লেগে আছে

অবুঝের পেন্সিল (x2)

 

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

 

ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে

যা চেয়েছ দিতে আমি পারিনা

আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা

এত প্রেম কাছে এসে এলোনা

যদি কোনোদিন তুমি

দুহাত দিয়ে ঝিনুক কোড়াওনেই আমি

সেই অল্প ভাঙা গল্পগুলোয়কার সাথে

বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে

আমি তোমার কথা বলবো কাকে ?

হেঁটে গেছি আমি

আয়ুরেখা ধরে সাড়া দিতে এত,

দেরী হয়ে গেলো বলে

জন্ম মৃত্যু ভেঙে

ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো

আমি জেগে আছি এসো

প্রতি চুম্বনে স্থির

কখনও নাগরদোলা ওলটে পালটে সবই

আমাদের ছিড়ে খেলো জোনাকি

আমারো সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা

এত প্রেম কাছে এসে এলোনা

যদি কোনোদিন তুমি

দুহাত দিয়ে ঝিনুক কোড়াওনেই আমি

সেই অল্প ভাঙা গল্পগুলোয়কার সাথে

বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ী মাঝরাতে

আমি তোমার কথা বলবো কাকে ? (x2)

 

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

 

Boba Tunnel Lyrics

Fire geche koto boba tunnel-er gola chire alo
Ichhera chute chole
Sharatadin jure tumi anangona korecho sei shure
Tar roong lege ache – Abujher pencil
Bhalobasha baki ache tomaro amar kache
Jaa cheyecho dite ami pari na..
Amaro shomoy dale furiye aseche pata
Eto prem kache eshe elo na..
Jodi kono din tumi Du haat diye jhinuk korao nei.. ami
Sei olpo bhanga golpo guloy kar.. sathe
Bolo shobdo chure  firbo bari maajh raate
Ami tomar kotha bolobo kake
Hete gechi ami ayu rekha dhore shara dite eto
Deri hoye gelo bole

 

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

Jonmo mirttu venge bhor bela tumi alo hoye foto
Ami jege achi esho
Proti chumbone sthir

 

https://youtu.be/kS_jkqwL2Pc

বোবা টানেল লিরিক্স [ Boba Tunnel Lyrics ] । অনুপম রায় । Anupam Roy

আরও দেখুনঃ

মনটা রে লিরিক্স [ Monta Re Lyrics ] । স্বানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য । Swanand Kirkire & Amitabh Bhattacharya

 

Leave a Comment