ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ]
সোলস । Souls
সোল্স (ইংরেজি: Souls) বাংলাদেশের একটি জনপ্রিয় পপ মিউজিক ব্যান্ড। চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়, এবং পরে ঢাকায় চলে আসেন । গত চার দশকেরও বেশি সময় ধরে এই ব্যান্ডটি বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছে বাংলা ভাষার শ্রোতাদের।
স্বাধীনতার ঠিক পরের বছর, ১৯৭২ সাল। দেশ তখন সবদিক দিয়েই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, শিল্প-সাহিত্য-সংগীতেও অচলাবস্থা।
সেসময় চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ সাজিদ, জিলু, নেওয়াজ, রনি বড়ুয়া ও তাজুল মিলে গানের দল গঠন করে যাবতীয় অচলাবস্থাকে পাশ কাটাতে চাইলেন।
তখনকার সনাতনীয় প্রথাগত মিউজিকের বাইরে গিয়ে বিদেশী ব্যান্ডগুলোর অনুপ্রেরণায় ‘ওয়েস্টার্ন রক’ চর্চার এবং রক-এর সাথে দেশের তরুণদের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই তারা অগ্রসর হচ্ছিলেন।
স্বাভাবিকভাবে তাদের এই কাজে অগ্রসর হওয়া সহজসাধ্য ছিলো না। বাংলা গান তখন সীমাবদ্ধ ছিলো শাস্ত্রীয়-ফোক, রবীন্দ্র-নজরুল, বাউল-লোকগান-আধুনিক মেলোডিয়াস গানের মধ্যে।
শুধুমাত্র মনোবলকে পুঁজি করে নতুন কিছু করার স্পৃহা থেকেই চট্টগ্রামে ১৯৭২ সালে প্রাথমিকভাবে ‘সুরেলা’ নামে তারা ব্যান্ডযাত্রা শুরু করেন।
তখনকার দিনে বড় বড় ক্লাব-হোটেলে ছাড়া কোথাও গানবাজনা হতো না। আর সেইসব জায়গাতে শুধুমাত্র ইংরেজি গানের কাভার করা হতো, বাংলা গান ছিলো ব্রাত্য। তাই ব্যান্ডগুলোর নামও ইংরেজিতে রাখার চল শুরু হয়েছিলো।
এসবকে বিবেচনায় নিয়ে ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পাল্টে ‘সোলস’ রাখা হলো, বাংলার যার অর্থ হয় ‘আত্মার সমন্বয়ে’।
ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ] । সোলস । Souls
ব্যস্ততা লিরিক্স
ব্যস্ততা আমাকে দেয় না অবসর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
![ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ] । সোলস । Souls 3 ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ] । সোলস । Souls](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-2022-06-30T004932.970-300x157.jpg)
পারি নি হয়ত ভাবছো তুমি
ভালবাসার কথা বলি নি আজ
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
![ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ] । সোলস । Souls 4 ব্যস্ততা লিরিক্স [ Bastota lyrics ] । সোলস । Souls](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_157/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-2022-06-30T004936.852-300x157.jpg)
আমার চোখের নীলে দিয়েছি রেখে
আমার ভালবাসা নয়তো পাথর
যেখানে যাই তুমি আছ মনের ভিতর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর