![ভালবাসা যত বড় [Valobasa joto boro] 1 ভালবাসা যত বড়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_184,h_211/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/maxresdefault-8-1-e1645099086187-261x300.jpg)
“ভালবাসা যত বড়” গানটির সুর করেছেন আলাউদ্দীন আলী এবং গেয়েছেন কুমার সানু এবং মিতালি মুখার্জী ।
ভালবাসা যত বড় [Valobasa joto boro]
সুরকারঃ আলাউদ্দীন আলী
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কুমার সানু এবং মিতালি মুখার্জী
Table of Contents
ভালবাসা যত বড় [Valobasa joto boro]
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
বড় দেরী করে দেখা হলো
হলো চেনাজানা,
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা ।।
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয় ।
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
শুধু কিছুদিন কাছে পেয়ে
ফুরাবে না আশা,
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা ।।
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।
আলাউদ্দীন আলী:
![ভালবাসা যত বড় [Valobasa joto boro] 2 alau samakal 5f2febae01a48 ভালবাসা যত বড় [Valobasa joto boro]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_171/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/alau-samakal-5f2febae01a48-300x171.jpg)
আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন।
আলাউদ্দিন ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০), কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তিনি ৯ আগস্ট ২০২০ সালে মৃত্যুবরণ করেন ।
কুমার সানুঃ
![ভালবাসা যত বড় [Valobasa joto boro] 3 ভালবাসা যত বড়](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_340,h_191/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/Kumar-Sanu-300x169.jpg)
কুমার শানু ভারতের একজন উল্লেখযোগ্য বলিউডগায়ক ।কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্টানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন। পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ভারতীয় ছবির জন্য গানও তৈরি করেছেন এবং বলিউড ছবিও প্রযোজনা করেছেন তা নাম হচ্ছে উত্থান। বর্তমানে কুমার শানু’র দল কাজ করছে রাকেশ ভাটিয়া এর সাথে এবং তারা এক সাথে প্রযোজনা করছেন হিন্দি ছবি ।
মিতালী মুখার্জীঃ
![ভালবাসা যত বড় [Valobasa joto boro] 4 হারানো দিনের মতো [Harano Diner Moto]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_312,h_312/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/avatars-000159201625-w7ivgq-t500x500-300x300.jpg)
ভালবাসা যত বড় গান গাওয়া মিতালী মুখার্জী একজন বাংলাদেশী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। মুখার্জি তার বাবা অমূল্য কুমার মুখার্জী ও মা কল্যাণী মুখোপাধ্যায়ের কাছে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। মুখার্জি পিটার মিঠুন দে’র তত্ত্বাবধানে উচ্চাঙ্গ সঙ্গীতে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন। তিনি বরোদার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেন।
![ভালবাসা যত বড় [Valobasa joto boro] 5 YaifwwriN4BzRFCyqbslL4 ভালবাসা যত বড় [Valobasa joto boro]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
মুখার্জির প্রথম অ্যালবাম “Saahil” হয় এইচএমভি দ্বারা প্রকাশ করা হয়। তিনি তার অ্যালবাম ” চাঁদ পারোসা হ্যায় “-এর জন্য গীতিকার গুলজারের সঙ্গে সহযোগিতা করেন । তিনি পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।
আরও দেখুনঃ