ভালোবাসা জানতাম না আমি [ Valobasa jantam na ami ]
![ভালোবাসা জানতাম না আমি (1998) [ Valobasa jantam na ami ] 1 ভালোবাসা জানতাম না আমি (1998) [ Valobasa jantam na ami ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_220,h_292/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-23.jpg)
“ভালোবাসা জানতাম না আমি” গানটি বাংলাদেশি ছায়াছবি মিলন মালার প্রেম এর মধ্যে গাওয়া হয়েছে । এই চলচিত্রটির মধ্যে অভিনয় করেছেন সাকিল খান এবং নায়িকা পপি ।
“ভালোবাসা জানতাম না আমি” গানটি বাংলা গানের মধ্যে খুবই জনপ্রিয় ।
ভালোবাসা জানতাম না আমি [ Valobasa jantam na ami ]
গীতিকারঃ শেখ সাদী খান
সুরকারঃ শেখ সাদী খান
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ মুজিব পরদেশী ও দিলরুবা খান ।
ভালোবাসা জানতাম না আমি [ Valobasa jantam na ami ]
ভালোবাসা, জানতামনা আমি
শিখাইলা তুমি
কোন বা দোষে প্রাণও বন্ধু
আমায় গেলা ছাড়ি
কথা দিয়া, ছিলা আমায়
তোমার মনে, রাখবে সদায়
এখন কোথায় রইল, তোমার কথা
কোথায় রইল তোমার কথা
করলা ছলচাতুরি
ভালোবাসার, নাম দিয়া
কান্দাইলা, আমার হিয়ায়
একবার পাইলে তোমায় জিজ্ঞা সিতাম
পাইলে তোমায় জিজ্ঞা সিতাম
মন নিলা ক্যান কারি
শেখ সাদী খান
শেখ সাদী খান ১৯৫০ সালের ৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা। তার পিতার হাত ধরে সঙ্গীত শিক্ষা শুরু করেন। প্রথমে তবলা ও তারপর বেহালা শেখেন। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায়।
১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে বেহালা বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে বেহালা বাদক হিসেবে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৭ সালের মার্চে প্রধান সঙ্গীত প্রযোজক হিসেবে বাংলাদেশ বেতার থেকে অবসর নেন।
![ভালোবাসা জানতাম না আমি (1998) [ Valobasa jantam na ami ] 3 YaifwwriN4BzRFCyqbslL4 ভালোবাসা জানতাম না আমি (1998) [ Valobasa jantam na ami ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেন । প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন ১৯৮০ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত এখনই সময় চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন । ১৯৮৫ সালে তার সঙ্গীত পরিচালনায় সুখের সন্ধানে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে। এছাড়া তিনি আশা ভোঁসলে, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লাসহ দেশী-বিদেশী অনেক শিল্পীর সাথে কাজ করেন।
মুজিব পরদেশীঃ
![ভালোবাসা জানতাম না আমি (1998) [ Valobasa jantam na ami ] 4 ভালোবাসা জানতাম না আমি](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_292,h_274/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/download-21.jpg)
মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।
আরও দেখুনঃ