ভালোবাসি বলে দাও লিরিক্স [ Bhalobashi Bole Dao Lyrics ]
জনি । Jony
ভালোবাসি বলে দাও লিরিক্স [ Bhalobashi Bole Dao Lyrics ] । জনি । Jony
ভালোবাসি বলে দাও লিরিক্স
হতে পারে রুপকথার এক দেশের
রাতের আকাশের এক ফালি চাঁদ
তোমার আমার চিরকাল।
তুমি আমি হাতে রেখে হাত
ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল
দেখতে পারো কিছু আদুরে সকাল।
হতে পারে এ পথের শুরু
নিয়ে যাবে আমাদের অজানায়
তুমি আমি আমাদের পৃথিবী
সাজিয়ে নিবো ভালোবাসায়।
ভালোবাসি বলে দাও আমায়
বলে দাও হ্যাঁ সব কবুল
তুমি শুধু আমারই হবে
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙুলে আঙুল
ভালোবাসা বাড়াতে আরও
হৃদয় ভীষণ ব্যাকুল।
প্রতিদিন কি জানি কি হয়ে যায়
শুধু তোমার কল্পনায়
ডুবে থাকা, আমায় ভালোলাগায়
ভালোলাগার স্বপ্ন বোনায়
কখনো হারাবে না তুমি
চোখে চোখ রেখে কথা দাও।
থাকবে কাছে ছায়ার মত
ছেড়ে যাবেনা কোথাও।
হতে পারে তোমার একটু চাওয়ায়
এনে দেবো শুকতারা কুড়িয়ে
স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে
পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে।
ভালোবাসি বলে দাও আমায়
বলে দাও হ্যাঁ সব কবুল
তুমি শুধু আমারই হবে
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো
সন্ধি আঙুলে আঙুল
ভালোবাসা বাড়াতে আরও
হৃদয় ভীষণ ব্যাকুল।
Bhalobashi Bole Dao Lyrics
hote pare rupkothar ek desher
rater akasher ek fali chad
tomer amar chirokal.
tumi ami hate rekhe hat
chue diya angule angul
dekthe paro kichoo adure shokal.
hote pare a pother suru
niya jabe amader ojanai
tumi ami amader prithbi
shajiya nibo Bhalobashi.
Bhalobashi Bole Dao amai
bole dao ha shob kobul
tumi shudhu amari hobe
jodi koro misty ai vul.
hatf hat rakthe paro
shondhi angule angul.
ভালোবাসি বলে দাও লিরিক্স [ Bhalobashi Bole Dao Lyrics ] । জনি । Jony
আরও দেখুনঃ