ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ]
তোমাকে চাই । Tomake Chai
অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa
অরিজিৎ সিং হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন। । অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে।
অরিজিৎ সিং এর পৈতৃক নিবাস ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ-এ। পারিবারিকভাবে অরিজিৎ প্রথম বিবাহ করেন ২০১২ সালে। কিন্তু সে সংসার টেকেনি।
বছরখানেক পরে প্রথম বিবাহ-বিচ্ছেদের পরে, তার ছেলেবেলার বান্ধবী কোয়েল রায়কে বিয়ে করেন। কোয়েল রায় ছোটবেলার বান্ধবী এবং উনিও তাঁর প্রথম বিবাহ থেকে সপুত্র বেরিয়ে এসেছেন।
প্রাইমারি স্কুলের পূর্বতন শিক্ষিকা এবং তাঁর নিজস্ব একটা এন.জি.ও সংস্থা রয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ।
কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই নামজাদা গায়ক। দ্বিতীয় স্ত্রী কোয়েলের প্রথম পক্ষের সন্তানকেও সারাক্ষণ আগলে রাখেন অরিজিৎ। অরিজিৎ-কোয়েলেরও দুই সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে।
তিন সন্তানকে নিয়ে ভরপুর পরিবার তাঁদের। সাধারণত মিডিয়া থেকে দুরত্ব বজায় রাখেন অরিজিৎ তবে কনসার্টগুলিতে ভক্তদের সঙ্গে মেতে ওঠেন। তিনি ২০১৮ সালে ভারতের গায়কদের মধ্যে সবচেয়ে বেশি কনসার্ট করেছেন এবং তিনি প্রতি বার দুর্গা পূজা তে তার বাড়ি যান ।
Anwesshaa হলেন একজন ভারতীয় গায়ক এবং সুরকার যিনি 13 বছর বয়সে ভারতীয় সঙ্গীতের দৃশ্যে তার উপস্থিতি অনুভব করেছিলেন রিয়েলিটি শো আমুল স্টার ভয়েস অফ ইন্ডিয়া, ছোটে উস্তাদের মাধ্যমে।
ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa
ভালো লাগে তোমাকে লিরিক্স
ভালো লাগে তোমাকে
কাছাকাছি পেলে ,
ভালবাসি তুমিও
কাছাকাছি এলে ।
অন্য তখন , চোখের ধরন ,
অন্য রকম , পায়ের চলন ।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
ভালো লাগে তোমাকে
কাছাকাছি পেলে ,
ভালবাসি তুমিও
কাছাকাছি এলে ।
ও… তোমার হাসি , হাতছানি দাও ,
হারিয়ে যাবো আমি তোমার ভিড়ে ।
![ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa 3 ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_259,h_194/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-21T004737.810.jpg)
তোমার ঘুমের পর্দা সরাও ,
বৃষ্টি হব আমি জানলার পারে ।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
তুমি এক নিমেশে ভালবেসে আমায় বাঁচালে ,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
ভালো লাগে তোমাকে
কাছাকাছি পেলে ,
ভালবাসি তুমিও
কাছাকাছি এলে ।
ও… তোমায় নিয়ে ব্যস্ত যখন ,
অন্য কিছু আমি শুনতে না পাই ।
ও… তোমার হাতেই বাঁচন মরণ ,
আমার পাশে শুধু তোমাকে চাই ।
তুমি আসে পাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে ,
তুমি এক নিমে শে ভালবেসে আমায় বাঁচালে ,
তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে ।
ভালো লাগে তোমাকে
কাছাকাছি পেলে ,
ভালবাসি তুমিও
কাছাকাছি এলে ।
Bhalo Laage Tomake Lyrics
Bhalolaage Tomake kachakachi pele
Bhalobashi tumi o kacha kachi ele
Onno tokhon chokher dhoron
Onno rokom paayer cholon..
![ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa 4 ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_168/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-21T004733.882.jpg)
Tumi ashe pashe chaya hoye mayay jorale
Tui ek-nimishe valobeshe amay banchale
Tui ekla-raate ekta chithi amay pathale,
Valo laage Tomake kacha kachi pele
Bhalobashi tumi o kacha kachi ele…
O tomay niye beshto jokhon
Onno kichu ami shunte na paai,
Tomar ghumer porda shorao
Brishti hobo ami janla paare…
Tumi ashe pashe chaya hoye mayay jorale
Tui ek-nimishe bhalobeshe amay bachale
Tui ekla raate ekta chithi amay pathale,
![ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa 5 ভালো লাগে তোমাকে লিরিক্স [ Bhalo Laage Tomake Lyrics ] । তোমাকে চাই । Tomake Chai । অরিজিৎ সিং & অন্বেষা । Arijit Singh & Anwesshaa](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_283,h_178/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-21T004726.562.jpg)
Bhalo laage Tomake kachakachi pele
Valobashi tumi o kacha kachi ele
Onno tokhon chokher dhoron
Onno rokom paayer cholon…
আরও দেখুনঃ