মক্কা কি মদিনা লিরিক্স | Mokka Ki Modina Lyrics | Fakir Saheb
মক্কা কি মদিনা লিরিক্স
মক্কা কি মদিনা লিরিক্স . রেডিও-টিভির তালিকাভূক্ত শিল্পী তিনি নন। আধুনিক যন্ত্রপাতি আর স্টুডিওতেও ধারণ করা হয়নি তাঁর গান। তারপরও মোবাইলে ধারণ করা তাঁর গান ইউটিউবে শুনছে লাখ লাখ মানুষ। তিনি ফকির সাহেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। নিজের জীবনের গল্প শুনিয়েছেন পিন্টু রঞ্জন অর্ককে
fakir saheb
মক্কা কি মদিনা লিরিক্স | Mokka Ki Modina Lyrics | Fakir Saheb
SINGER : fakir saheb
মক্কা কি মদিনা লিরিক্স
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়া রে
ভাবেরি ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবেরি ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
মক্কা কি মদিনায় খুঁজলেই মিলেনা
খুঁজিয়া দেখো আপন দিলেতে
মক্কা কি মদিনায় খুঁজলেই মিলেনা
খুঁজিয়া দেখো আপন দিলেতে
দেখিলেই ছবি পগলো হবি
দেখলেই ছবি পাগলো হবি
কোন নিষেধ মানবে না রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
আমার আমার ছাড়ো
দমের জিকির করো
পাইলেও পাইতে পারো মাওলারে
আমার আমার ছাড়ো
দমের জিকির করো
পাইলেও পাইতে পারো মাওলারে
মুর্শিদ রুপে নয়ন দিয়াছে যে জন
গুরু রুপে নয়ন দিয়াছে যে জন
তার মরণের ভয় কি আছে রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
ভাব আছে যার গায়
দেখলে তারে চেনা যায়
সর্ব অঙ্গ তার পোড়া রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
ভাবেরই ঘরে আলেক শহরে
আল্লাহ রাসুল বিরাজ করে রে
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Mokka Ki Modina Lyrics in english
Bhab ache jar gay
dekhle tare cena jay
Sorbo ango tar pora re
Bhaberi ghare alek sahare
Allah rasul biraj kore re
Mokka ki modina khujle mele na
Khoj kairo apon dilete
Deekhile chobi pagol hobi
Kono nisedh manbe na re
Amar amar charodomer jikir karo
Paileo paite paro maolare
Mursid rupe nayon diyache je jon
Guru rupe nayon diyache je jon
Tar moroner bhoy ki ache re.
রেডিও-টিভির তালিকাভূক্ত শিল্পী তিনি নন। আধুনিক যন্ত্রপাতি আর স্টুডিওতেও ধারণ করা হয়নি তাঁর গান। তারপরও মোবাইলে ধারণ করা তাঁর গান ইউটিউবে শুনছে লাখ লাখ মানুষ। তিনি ফকির সাহেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। নিজের জীবনের গল্প শুনিয়েছেন পিন্টু রঞ্জন অর্ককে
অনেকে কয় ফকির সাহেব, তোমার বংশপরিচয় কী? ফকির কি তোমার পদবি? আসলে তা নয়। আম্মার সন্তান হয় কিন্তু কোনোটা আর আটকে (বাঁচে) না। এভাবে চারজন মারা গেছে। পরে বড় আপু হলো।
বুলবুলি। সবাই কাইলানি কইয়াই ডাকত। ছোট বোনটা অনেক সুন্দর ছিল। নাম বিউটি। এরপর আমি হইলাম। আমাকে সাত বাড়ি ভিক্ষা কইরা আইনা খাওয়াইত, যেন বাঁচি। তারপর আমার নাম হইছে ফকির। যখন একটু খাড়া হইলাম, হাতের লেখা সুন্দর, বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হই, তখন মা আমারে একটা ফিলোসফির ভেতরে দাঁড় করাইছিল। মা বলছিল, ‘বাবা, তোর কিছু সাহেবি কর্মকাণ্ড আছে। তুই তো সাহেব। ’ সেই থেকে আমি ফকির সাহেব। মূল নাম ওয়াজকুরুনী ফকির। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভোতামারি ইউনিয়নে বাড়ি।