Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ] । সুধীরলাল চক্রবর্তী । Sudirlal Chakraborty

মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ]

 

 Sudirlal Chakraborty

সুধীরলাল চক্রবর্তী (১৯১৬ – ২০ এপ্রিল ১৯৫২) বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতশিল্পী। পণ্ডিত ও সংগীতরসিক পিতা গঙ্গাধর চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় বাড়িতে উচ্চাঙ্গ সংগীতের আসর বসতো। ফলে ছোটবেলা থেকে সংগীত শিক্ষার অনুপ্রেরণা লাভ করেন।

 

 

মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ] । সুধীরলাল চক্রবর্তী । Sudirlal Chakraborty

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে

 

 

তার মায়ায় ভরা সজল বীথি

সেকি কভু হারায়

সে যে জড়িয়ে আছে

ছড়িয়ে আছে

সন্ধ্যা রাতের তারায়

সেই যে আমার মা

বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা

 

মধুর আমার মায়ের হাসি

চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে

তার ললাটের সিঁদুর দিয়ে

ভোরের রবি উঠে

আলতা পড়া পায়ের ছোঁয়ায়

রক্ত কমল ফোটে

তার ললাটের সিঁদুর দিয়ে

ভোরের রবি উঠে

আলতা পড়া পায়ের ছোঁয়ায়

রক্ত কমল ফোটে

 

 

প্রদীপ হয়ে মোর শিয়রে

কে জেগে রয় দুঃখের ঘরে

সেই যে আমার মা

সেই যে আমার মা

বিশ্বভুবন  মাঝে তাহার নেই কো তুলনা

সেই যে আমার মা

 

মধুর আমার মায়ের লিরিক্স [ Modhur Amar Mayer Lyrics ] । সুধীরলাল চক্রবর্তী । Sudirlal Chakraborty 

আরও দেখুনঃ

ভালোবাসি বলে দাও লিরিক্স [ Bhalobashi Bole Dao Lyrics ] । জনি । Jony

Exit mobile version