Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মধু কই কই বিষ খাওয়াইলা [ Modhu Koi Koi ]

মধু কই কই বিষ খাওয়াইলা
রবি চৌধুরী

“মধু কই কই বিষ খাওয়াইলা” গানটি খুবই জনপ্রিয় হয়া একটি গান । গানটি গেয়েছেন সংগীতশিল্পী  রবি চৌধুরী রবি চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী যিনি ১৯৯০-এর দশকে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতে জনপ্রিয়তা অর্জন করেন।

মধু কই কই বিষ খাওয়াইলা [ Modhu Koi Koi ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রবি চৌধুরী

মধু কই কই বিষ খাওয়াইলা [ Modhu Koi Koi ]

মধু কই কই বিষ খাওয়াইলা
কোন কারণে ভালবাসার দাম ন দিলা
কোন দোষ হন পাই
ভালবাসার দাম ন দিলা।
আশায় আছিল তোয়ারে লই
বান্ধুইম একখান সুখেরই ঘর

সুখের বদল দুঃখ দিলা কোন

রবি চৌধুরী
কারণে ভালবাসার দাম ন দিলা।
কোন দোষ হন পাই ভালবাসার দাম ন
দিলা।
প্রেম নদীতে অনর টান
আরে কেন পেলাই গেলা
এন করে ক্যান ভুল বুঝিলা?
কোন কারণে ভালবাসার দাম ন দিলা
কোন দোষ হন পাই ভালবাসার দাম ন
দিলা।
মধু কই কই বিষ খাওয়াইলা
কোন কারণে ভালবাসার দাম ন দিলা
কোন দোষ হন পাই ভালবাসার দাম ন
দিলা….

রবি চৌধুরীঃ

রবি চৌধুরী

মধু কই কই বিষ খাওয়াইলা গানের গায়ক রবি চৌধুরী একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী ।  তিনি ৭০ থেকে ৮০টি বাংলাদেশী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবি চৌধুরী প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ‘সেলেক্স’ নামক এক কোম্পানি থেকে। তিনি চলচ্চিত্রের গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। তিনি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি রিফাত আরা রামিজা নামে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক কন্যা সন্তান রয়েছে।

আরও দেখুনঃ 

Exit mobile version