মধু মালতী ডাকে আয় [ Madhumalati Dake Aai ]

মধু মালতী ডাকে আয় [ Madhumalati Dake Aai ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ সুস্মিতা শিবলী [ Sushmita Shibli ]

 

মধু মালতী ডাকে আয়

 

মধু মালতী ডাকে আয়

মধুমালতী ডাকে আয়
ফুলফাগুনের এ খেলায়..(২)
যুঁথিকামিনী কতো কথা..(২)
গোপনে বলে মলোয়ায়
মধুমালতী ডাকে আয়

চাঁপাবনে কলিসনে আজ লুকোচুরি গো লুকোচুরি
আলোভরা কালোচোখে কি মাধুরি কি মাধুরি
মোনো চাহে যে ধরা দিতে…(২)

তবু সে লাজে সরে যায়
মধুমালতী ডাকে আয়

মালাহয়ে প্রাণেমম কে জরালো কে জরালো
ফুলরেণু মধুবায়ে কে ঝরালো কে ঝরালো
জানি জানে কি মোর হিয়া..(২)
রাঙালো রাঙা কামনায়

মধুমালতী ডাকে আয়
ফুলফাগুনের এ খেলায়..(২)

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

Madhumalati Dake Aai

 

Modhu Maloti Daake Aay
Fulo-faguner e khelay.. [x2]
Juthi kamini oto kothay
Juthi kamini oto kothay
Gopone bole moloya..
Modhu Maloti Dake Aay

Chapa bone olir shone aaj
lukochuri go lukochuri
Alo bhora kalor chokhe
ki madhuri go ki madhuri

Mono chahe je dhora dite
Mono chahe je dhora dite
Tobu se laaje shore jay…
Madhu Maloti Dake Aay

Mala hoye prane momo
ke joralo ke joralo
Fulo-renur modhu baye
ke jhoralo go ke jhoralo

Jani jani ke mor hiya
Jani jani ke mor hiya
Rangalo ranga kamonay..

Modhu Maloti Daake Aay
Fulo-faguner e khelay..
Madhu Malati Dake Aay

 

সন্ধ্যা মুখোপাধ্যায় :

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (এছাড়াও সন্ধ্যা মুখার্জী (৪ অক্টোবর ১৯৩১- ১৫ ফেব্রুয়ারি ২০২২) একজন ভারতীয় নেপথ্য গায়িকা এবং সংগীতশিল্পী, বাংলা সঙ্গীত বিশেষজ্ঞ। কলকাতায় জন্মগ্রহণকারী, তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গান দুটি হল – আমাদের ছুটি ছুটি এবং ওরে সকল সোনা মলিন হল। এছাড়াও ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে। ২০২২ সালের জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন।

 

মধু মালতী ডাকে আয়

 

মধু মালতী ডাকে আয় [ Madhumalati Dake Aai ] নিয়ে কভার ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment