মনের গুপ্তচর লিরিক্স [ Moner guptochor lyrics | অনিন্দ্য চ্যাটার্জি | প্রাক্তন | 2016

অনিন্দ্য চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ জেলার কলকাতাবাসি একজন জনপ্রিয় বাঙালি গায়ক, গীতিকার, সুরকার এবং অভিনেতা। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর তিনি একজন প্রধান গায়ক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।।স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৮০র দশকের শেষের দিকে স্কটিশ চার্চ কলেজের ছাত্র থাকাকালীন কলেজের বার্ষিক উৎসব ক্যালেডোনিয়াতে ওনাকে গান গাইতে বলা হলে উনি নিজের রচনা করা সুইটহার্ট গানটি পরিবেশনা করেন। এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করায় তিনি কলকাতার কলেজ উৎসবগুলিতে উৎসাহী হয়ে ওঠেন। ১৯৮৯ বন্ধু রাজেশ বোস, উপল সেনগুপ্ত ও চন্দ্রিল ভট্টাচার্যকে নিয়ে তিনি চন্দ্রবিন্দু ব্যান্ড গঠন করেন।
শিরোনামঃ মনের গুপ্তচর
কন্ঠঃ অনিন্দ্য চ্যাটার্জি
কথাঃ অনিন্দ্য চ্যাটার্জি
সুরঃ অনিন্দ্য চ্যাটার্জি
মুভিঃ প্রাক্তন
মনের গুপ্তচর লিরিক্স [ Moner guptochor lyrics | অনিন্দ্য চ্যাটার্জি | প্রাক্তন | 2016
মনের গুপ্তচর লিরিক্স বাংলা :
আমার সাথে তোমার কথা নেই জানি
তবু তোমার সাথে আমার কথা আছে
তোমার পাশে আমার ছায়া নেই জানি
তবু আমার ছায়া তোমার ধরে কাছে
আমার প্রতি তোমার টান নেই জানি
তাই আমার ঘরে তোমার টানাটানি
তোমার দেশে আমার ভিসা নেই জানি
তাই দেখা হলেই চূড়ান্ত সাবধানী
জুটে গেছে সব কি অসম্ভব এই এখানে
মুখের রেখা যায়না বোঝা এক্সপ্রেশন-এ
হয়েছে যা হোক গরম চা হোক নেক্সট স্টেশন-এ
জানি না কি ঘটবে যে এর পর
কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর
কে আপন কে পর
জানে মনের গুপ্তচর
তোমার ট্রেন-এ আমার টিকেট নেই জানি
তাই আমার জন্য বরাদ্দ
আমার চোখে তোমার ছবি হারাই আমি
তাই কপিকল এ প্রচন্ড পাইরেসি
পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও
বেবাক দর্শক মারছে শিটি হাত তালিও
দুর্ঘটনা নিতান্তই কাকতালীয়
জানিনা কি কপালে যে এর পর
কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর
কে আপন কে পর,
জানে মনের গুপ্তচর

Moner guptochor lyrics in english :
