মনে রেখো আমার লিরিক্স [ Mone Rekho Amar Lyrics ]
শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম । Shreya Ghoshal and Sonu Nigam
ছবিঃ প্রেমী
সোনু নিগম হলেন একজন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি সাধারণত হিন্দি এবং কন্নড় ভাষায় গান করে থাকেন। এছাড়াও তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন। তিনি তার মুক্তিপ্রাপ্ত ভারতীয় পপ অ্যালবাম সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন।
তিনি তার মুক্তিপ্রাপ্ত ভারতীয় পপ অ্যালবাম সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি তার নামের শেষের অক্ষর নিগম থেকে নিগামে পরিবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীতে আবার তার প্রকৃত নামে ফিরে আসেন।
মনে রেখো আমার লিরিক্স [ Mone Rekho Amar Lyrics ] । শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম । Shreya Ghoshal and Sonu Nigam 2004
মনে রেখো আমার লিরিক্স
মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান…
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে, আজও শোনানো
ও হয়নি তোমাকে.. আজও শোনানো।
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান…
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে, ভালো সে বাসে
তুমি কি জানো কেউ আড়ালে বসে
তোমাকে জীবন দিয়ে, ভালো সে বাসে।
তার মনের যত কথা,
তার গোপন প্রেমের ব্যথা
তার মনের যত কথা,
তার গোপন প্রেমের ব্যথা
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান
যদি গো তোমায় বলি আমি তার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম
যদি গো তোমায় বলি আমি তার নাম
তুমি কি বাসবে ভালো দেবে তার দাম
কতো আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান
কতো আশায় কাঁদে প্রাণ
কত নীরব অভিমান
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো, আমার এ গান…
শুধু মনে রেখো, আমার এ গান।
কত যে কথা, মনে লুকোনো
হয়নি তোমাকে, আজও শোনানো
ও হয়নি তোমাকে.. আজও শোনানো।
বলে যায় আমার এ গান
আজ বলে যায় আমার এ গান
মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান
শুধু মনে রেখো, আমার এ গান।
Mone Rekho Amar Lyrics
Mone rekho amar e gaan
Sudhu mone rekho amar e gaan
Kato je kotha mone lukono
Hoyni tomake aajo sonano
Bole jaay amar e gaan
Aaj bole jay amar e gaan
Tumi ki jano keu arale bose
Tomake jeebon diye valo se base
Tar moner jato kotha
Aar gopon premer bytha
Bole jaay amar e gaan
Shudhu mone rekho amar a gaan
Jodi go boli tomay ami tar naam
Tumi ki basbe valo debe tar daam
Kato ashay kande praan
Kato neerob abhiman
Bole jay amar e gaan
Mone rekho aamar e gaan
শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।
হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।
আরও দেখুনঃ