Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মন কেমনের জন্মদিন লিরিক্স | mon kemoner jonmodin lyrics | মেখলা দাশগুপ্ত | রানা জয় ভট্টাচার্য

মন কেমনের জন্মদিন লিরিক্স | mon kemoner jonmodin lyrics | মেখলা দাশগুপ্ত | রানা জয় ভট্টাচার্য

মন কেমনের জন্মদিন লিরিক্স

কন্ঠশিল্পীঃ মেখলা দাশগুপ্ত

 

 

 

 

কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।

জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর’দোর।

মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।

পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই …

 

 

 

 

mon kemoner jonmodin lyrics in english

 

 

 

 

Keno roder moto hasle na
Amay valobashle na
Amar kache din furaleo asle na
Ei mon kemoner jonmodin
Chup kore thaka kothin
Tomar kache khorosrota o gotiheen
Notun sokal gulo kopal chulo tomari
Dure geleo etai sotti tumi amari
Shudhu amari..

আরও দেখুনঃ 

Exit mobile version