মন জানে আর কেউ জানে না গানটি খুবই জনপ্রিয় একটি বাংলার বাউল গান । বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে।
মন জানে আর কেউ জানে না [Mon jane ar keu jane na]
গানের জনরাঃ বাউলসংগীত ।
মন জানে আর কেউ জানে না [Mon jane ar keu jane na]
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন জানে আর কেউ জানে না।।
প্রাণ বন্ধুরে…
আমি তোমায় পাব বলে এহ জনম যায় বিফলে
প্রেমও ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা।।
কলিজাহ আছে ছিদ্র রে বন্ধু।।
করল গুনে ছাড়ল নারে ছাড়ল না
মন-জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন-জানে আর কেউ জানে না।।
(ও) বন্ধুরে…
কাঁদাইলি নিরবধি, ভাসাইলি অকুল নদী
জন্ম হইতে আইজও বুঝি তোমায়
আমি পাইলাম না।।
যে যাহারে ভালবাসেরে বন্ধু,
ব্যাবহারে জাইছে নারে যায় যায় না
মন-জানে আর কেউ জানে না।
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন-জানে আর কেউ জানে না।
প্রাণ বন্ধুরে…
কাচকি লোহায় পীরিত করে নৌকারে সাজাইগো পরে
দুইয়ে মিলে যুক্তি করে, সুখনা তে থাকবে না।।
এখন জলের তরে ভাসে পীরিতরে বন্ধু
জল ছাড়া সে বাচে না আর বাচে না
মন-জানে আর কেউ জানে না
এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন-জানে আর কেউ জানে না।।
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু
আমি তোর প্রেমেরি দেউয়ানারে দেউয়ানা
মন-জানে আর কেউ জানে না।।
বাউলসঙ্গীতঃ
সাধারণত বাউলেরা যে সংগীত পরিবেশন করে তাকে বাউল গান বলে।
মন জানে আর কেউ জানে না একটি বাউল গান। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।
বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন। আরও দেখুনঃ