ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান

ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics, গানটি গেয়েছেন তাসরিফ খান।

 

ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান

ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান

 

ময়দা সুন্দরী গানের লিরিক্স:

 

ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি,
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷
তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার,
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷
শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি,
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷
তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার,
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷৷
তুমি বাপের বড় ছেলেদেরও ডাকো নামধরে
তোমার কমনসেন্সের এত অভাব হয় কেমন করে?
নিজে অনার্স বিএ পাশ না করেই চাও বিসিএস স্বামি
হিপোক্রেসির ত ভাই লিমিট আছে বুঝবা কবে তুমি?
শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি,
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷
তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার,
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার৷৷
ছেলে হলে বুঝতা কত ধানে কত চাল
বেকার মুখে মিস্টি খেলেও লাগত ঠোঁটে ঝাল,
বুচ্ছি তুমি মহারানি, চাঁদের দেশে থাকো
এখন ব্যাস্ত আমি সাইডে চাপো একটু শান্তি রাখো।
শেষ হলো মাথায় ভেঙে কাঁঠাল খাওয়ার দিন
যানি, ফিল্টারে চেহারাটা করেছ রঙিন,
তোমার ভোলাভালা চাহনিতে কাজ হবে না আর
এবার সময় হলো মুখের উপর বলে দেবার।
ও সুন্দরী রমণী
বাপের টাকায় ফুটানি,
আটা ময়দার সাজুনি
আর ছেলে চাও খানদানি৷
তুমি টিকটকের সুপারস্টার
হাজার হাজার ফলোয়ার,
কেমন যেন ব্যাবহার
বেইল নাই যে আর তোমার।।
ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান

Moyda shundori ganer lyrics in English:

 

O shundori ramani
Baaper takay futani
Aata moydar sajuni
Aar chele chao khandani
Tumi tiktok er superstar
Hajar hajar follower
Kemon jeno bebohar
Bail nai je aar tomar

ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান

বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।

বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।

 

YaifwwriN4BzRFCyqbslL4 ময়দা সুন্দরী গানের লিরিক্স | Moyda shundori ganer lyrics | Tasrif Khan | তাসরিফ খান
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রাচীন ও মধ্যযুগীয় গানগুলির অধিকাংশই ছিল ধর্মীয় সঙ্গীত। মধ্যযুগের প্রথম পাদে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস, ও বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তাগণ রাধা-কৃষ্ণ বিষয়ক গানে জাগতিক ও আধ্যাত্মিক প্রেমচেতনার একটি পার্থক্য দর্শিয়েছেন। আবার মধ্যযুগের শেষ পাদে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ শাক্তপদাবলিকারগণ তাদের গানে ঈশ্বরকে শুদ্ধ মাতৃরূপে বন্দনার কথা বলেছেন। বৈষ্ণব ও শাক্তপদাবলি (শ্যামাসংগীত ও উমাসঙ্গীত) উভয়েরই মূল উপজীব্য হিন্দু ভক্তিবাদ|ভক্তিবাদী দর্শন। বৈষ্ণব সঙ্গীতে যখন জীবাত্মা-পরমাত্মাকেন্দ্রিক প্রেমভক্তির তত্ত্ব প্রচারিত হয়, তখনই শাক্তগানে তন্ত্র ও শুদ্ধা মাতৃবন্দনার এক সম্মিলন গড়ে ওঠে।

আরও দেখুনঃ

Leave a Comment