Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মরিলে কান্দিস না [ Morile Kandish Na ]

মরিলে কান্দিস না
বিদিত লাল দাস

“মরিলে কান্দিস না” গানটি গেয়েছেন এবং সুর করেছেন বিদিত লাল দাস ।  গানটির গীতিকার গিয়াসউদ্দিন আহমেদ । 

মরিলে কান্দিস না [ Morile Kandish Na ]

গীতিকারঃ গিয়াসউদ্দিন আহমেদ

সুরকারঃ বিদিত লাল দাস

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বিদিত লাল দাস

মরিলে কান্দিস না [ Morile Kandish Na ]

মরিলে-কান্দিস না আমার দায় রে যাদুধন
মরিলে-কান্দিস না আমার দায়।

সুরা ইয়াসীন পাঠ করিও বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়
যাইবার কালে বাঁচি যেন শয়তানের ধোঁকায়
রে যাদুধন……মরিলে-কান্দিস না আমার দায়

বুক বান্দিয়া কাছে বইসা গোছল দেওয়াইবায়
আমার কথা রাখিবায়
কান্দনের বদলে মুখে কলমা পড়িবায়

বিদিত লাল দাস

রে যাদুধন……মরিলে-কান্দিস না আমার দায়

কাফন পিন্দাইয়া আতর গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায়
রে যাদু ধন ……মরিলে-কান্দিস না আমার দায়!

দাফন করিয়া যদি কান্দ আমার দায়
বুক বান্দা নাহি যায়
মসজিদে বসিয়া কাইন্দ আল্লারই দরগায়
রে যাদুধন……মরিলে-কান্দিস না আমার দায়

কবর জিয়ারত করিয়া দোয়া করিবায়,
আর দরবারে কইবায়
মাফ করিয়া দিও আল্লাহ্‌ গিয়াস পাগেলায়
রে যাদুধন……মরিলে-কান্দিস না আমার দায়

বিদিত লালঃ

বিদিত লাল দাস

মরিলে কান্দিস না সুরকার বিদিত লাল ১৯৩৮ সালের ১৫ জুন সিলেটের শেখঘাটে সম্ভ্রান্ত জমিদার লাল পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা বঙ্ক বিহারী দাস ছিলেন স্থানীয় জমিদার।  তার পরিবার ভারতীয় কংগ্রেস পার্টির সাথে যুক্ত ছিল। বিদিতের পিতা বিনোদ লাল দাস ছিলেন আসাম সংসদের একজন সংসদ সদস্য এবং মাতা প্রভা রানী দাস।

বিদিত লাল মুত্রথলী ও ফুসফুসের রোগে আক্রান্ত হন। ২০১২ সালের ৭ সেপ্টেম্বর অবস্থায় তাকে সিলেটের এলাইড ক্রিটিক্যাল কেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল।অবস্থার অবনতি ঘটলে ২১ সেপ্টেম্বর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২০১২ সালের ৮ অক্টোবর তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও দেখুনঃ

Exit mobile version