Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মাগো ধন্য হল জীবন [ Mago Dhonno Holo Jibon ]

মাগো ধন্য হল জীবন
এস. এম. হেদায়েত

“মাগো ধন্য হল জীবন” গানটি একটি খুবই জনপ্রিয় একটি দেশাত্ববোধক গান । এই গানটি শোনেনি এমন মানুষ খুব কম আছে । গানটি লিখেছেন গীতিকার এস. এম. হেদায়েত গানটি গেয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা এবং সুর করেছেন লাকি আকন্দ 

মাগো ধন্য হল জীবন [ Mago Dhonno Holo Jibon ]

গীতিকারঃ এস. এম. হেদায়েত

সুরকারঃ লাকি আকন্দ

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা

মাগো ধন্য হল জীবন [ Mago Dhonno Holo Jibon ]

মাগো ধন্য হল জীবন আমার
তোমায় ভালোবেসে
আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি
তোমার কোলে এসে
তোমায় ভালোবেসে।
মাগো ধন্য হল জীবন আমার
তোমায় ভালোবেসে।
তোমার আশিস পেলে জানি

রুনা লায়লা

সবকিছু যে মেলে
তোমার হাসি তোমার খুশি
ধানের মাঝে মেশে
তোমায় ভালোবেসে।
মাগো ধন্য হল জীবন আমার
তোমায় ভালোবেসে।
তুমি আমার ধাত্রী মাগো
তুমি আমার দেশ,
খেত-খামারে মাগো তুমি
সোনার বরণ বেশ
সোনা তোমার মাটি সে যে
সোনার চেয়েও খাঁটি
সকল আঁধার যায় গো দূরে
কালো রাতের শেষে
তোমায় ভালোবেসে।
মাগো ধন্য হল জীবন আমার
তোমায় ভালোবেসে।
আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি
তোমার কোলে এসে
তোমায় ভালোবেসে।
মাগো ধন্য হল জীবন আমার
তোমায় ভালোবেসে।

লাকী আকন্দঃ

লাকী আকন্দ

লাকী আখান্দ বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক।লাকী আখান্দ ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সংগীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১৯৭৫ সালে লাকী আখান্দ তার ছোট ভাই হ্যাপী আখন্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে “আবার এলো যে সন্ধ্যা” ও “কে বাঁশি বাজায়রে” গানে কণ্ঠ দেন হ্যাপী আখন্দ, “স্বাধীনতা তোমাকে নিয়ে” ও “পাহাড়ি ঝর্ণা” গানে কণ্ঠ দেন হ্যাপী ও লাকী দুজনে, এবং লাকী নিজে “নীল নীল শাড়ি পরে” ও “হঠাৎ করে বাংলাদেশ” গানে কণ্ঠ দেন। আখান্দ ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।

২০১৭ সালের ২১ এপ্রিল তিনি মারা যান । 

রুনা লায়লাঃ

রুনা লায়লা
Exit mobile version