মাগো মা ঝি গো ঝি [Mago ma jhi go jhi]

মাগো মা ঝি গো ঝি
বারী সিদ্দিকী

“মাগো মা ঝি গো ঝি” গানটি গেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকী । 

মাগো মা ঝি গো ঝি [Mago ma jhi go jhi]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বারী সিদ্দিকী

মাগো মা ঝি গো ঝি [Mago ma jhi go jhi]

মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
গুমাই নদী নষ্ট করলো
গুমাই নদী নষ্ট করলো, ঐ না কোলা ব্যাঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
ভাঙা নৌকায় উঠলো জল
নদী করে কলকল
কল কলাকল পারি না তার সঙ্গে
নদীর নামটা কামিনী সাগর
বাকে বাকে উঠে লহর
নদীর নামটা কামিনী সাগর
বাকে বাকে উঠে লহর
কত সাধুর ভরা নৌকা পার হয় তার তরঙ্গে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
ছিলাম শিশু, ছিলাম ভালো
না ছিল সংসারের জ্বালা
হাসিতাম খেলিতাম মায়ের সঙ্গে
এই দেহে আসলো জোয়ানই,
গাঙে আইল নয়া পানি
এই দেহে আসলো জোয়ানই,
গাঙে আইল নয়া পানি
কাম কামিনী বসিল বাম অঙ্গে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
ছিলাম জোয়ান হইলাম বুড়া
বেকে গেল বাঁকা ঘোড়া
গলুই ঘোড়া সব গিয়েছে ভেঙ্গে
রসিক উদ্দিন বলে গেলেন,
চেয়ে দেখ আপন মনে
রসিক উদ্দিন বলে গেলেন,
চেয়ে দেখ আপন মনে
একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
গুমাই নদী নষ্ট করলো
গুমাই নদী নষ্ট করলো, ঐ না কোলা ব্যাঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
মাগো মা, ঝিগো ঝি
করলাম কি রঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে
ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙে

বারী সিদ্দিকীঃ

1cf34 f8cb4d06af long e1645092836906 মাগো মা ঝি গো ঝি [Mago ma jhi go jhi]
বারী সিদ্দিকী

বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মাগো মা ঝি গো ঝি [Mago ma jhi go jhi]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশী বাদক বারী সিদ্দিকী কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment