মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics | Shah Alam Sarkar | শাহ আলম সরকার

মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics, গানটি গেয়েছেন শাহ আলম সরকার

 

মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics | Shah Alam Sarkar | শাহ আলম সরকার

মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics | Shah Alam Sarkar | শাহ আলম সরকার

 

মানুষ একটা দুই চাকার সাইকেল’ গানের লিরিক্স:

হাওয়ার উপর চলে গাড়ি
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
হাওয়ার উপর চলে গাড়ি
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা দুই চাকার সাইকেল
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
দুই চাকায় করেছে খাড়া
জায়গায় জায়গায় স্ক্রপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া
এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার
চিন্তা করে দেখনা একবার
দুইশ ছয়টা হয় এক্সেল
মানুষ একটা ‘দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ’ একটা দুই চাকার সাইকেল
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ
বন্ধ যে হইবে
এক কদম আগে না বাড়বে
এক কদম আগে না বাড়বে
হাজার বার মারলে পেটেল
মানুষ একটা ‘দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ ‘একটা দুই চাকার সাইকেল
ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস
ফুরাইলে সাইকেলের বাতাস
সেদিন হবে সর্বনাশ
গিয়ার তোমার কাজ করবেনা
রাখিও বিশ্বাস
গুনী সরকার হয়ে আলাশ
গুনী সরকার হয়ে আলাশ
থাকবে ভব মেডিকেল
মানুষ একটা’ দুই চাকার সাইকেল
কি চমতকার গাড়ির মডেল গো
চমতকার গাড়ির মডেল
মানুষ একটা’ দুই চাকার সাইকেল
মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics | Shah Alam Sarkar | শাহ আলম সরকার
শাহ্‌ ‘আলম সরকার

শাহ আলম সরকার:

শাহ আলম’ সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫ ইং, বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে। নানাবাড়ী হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রাথমিক শিক্ষা সমাপনীর পূর্বে জীবন যুদ্ধে জড়িয়ে পড়েন পারিবারিক প্রয়োজনে। ঢাকার সদরঘাটে ফুটপাতে গার্মেন্টস এক্সসরিজের ব্যবসা শুরু করেন।ইষ্টবেঙ্গল স্কুলে নাইট শিফটে ভর্তি হওয়ার পরে ও জীবন যুদ্ধের অনিবার্য কারণে লেখাপড়া আর হয়ে উঠেনি।

তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব”খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে। তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার।তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী।প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন।

মানুষ একটা দুই চাকার সাইকেল গানের লিরিক্স | Manush ekta dui chakar cycel ganer lyrics | Shah Alam Sarkar | শাহ আলম সরকার
শাহ’ আলম সরকার

 

আরও দেখুনঃ

Leave a Comment