Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মানুষ ভজলে লিরিক্স [ Manush Bhojley Lyrics ] । লালন শাহ । সাহানা বাজপেয়ী । sahana bajpaie

মানুষ ভজলে লিরিক্স [ Manush Bhojley Lyrics ]

লালন শাহ

সাহানা বাজপেয়ী । sahana bajpaie

 

 

সাহানা বাজপেয়ী একজন ভারতীয়-বাংলাদেশী সংগীতশিল্পী এবং রবীন্দ্রসংগীতের সমকালীন প্রকাশক।

তার ছোটবেলা কাটে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তার বাবা-মা দুজনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সাহানা ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন।

সেখানেই তার সংগীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। তিনি মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন।

পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ লাভ করেন।

 

মানুষ ভজলে লিরিক্স [ Manush Bhojley Lyrics ] । লালন শাহ । সাহানা বাজপেয়ী । sahana bajpaie

 

মানুষ ভজলে লিরিক্স

 

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলকলতা
মানুষে মানুষ গাঁথা গাছে যেমন আলকলতা
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি
জেনে শুনে মুড়াও মাথা জাতে উঠবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া মন রে আমার দেখনা সব শূন্যকার
মানুষ ছাড়া মন রে আমার দেখনা সব শূন্যকার
লালন বলে মানুষ আকার ভজলে চরবি
লালন বলে মানুষ আকার ভজলে চরবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি
ও মানুষ ভজলে সোনার মানুষ হবি

Manush Bhojley Lyrics

Manush chara kheypa re tui mul harabi
Manush chara kheypa re tui mul harabi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi
Manush bhojley sonar manush hobi
Manush chara kheypa re tui mul harabi
Manush chara kheypa re tui mul harabi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi
Manush bhojley sonar manush hobi
Didoley mrinale sonar manush ujoley
Didoley mrinale sonar manush ujoley
Manush gurur nishtha hole jante parbi
Manush gurur nishtha hole jante parbi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi
Manushe manush gatha gache jemon aloklota
Manushe manush gatha gache jemon aloklota
Jene shune murao matha jaate uthbi
Jene shune murao matha jaate uthbi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi
Manush bhojley sonar manush hobi
Manush chara mon re amar
Dekhna sob shunnokar
Manush chara mon re amar
Dekhna sob shunnokar
Lalon bole manush akar bhojley chorbi
Lalon bole manush akar bhojley chorbi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi
Manush bhojley sonar manush hobi
Manush chara kheypa re tui mul harabi
Manush chara kheypa re tui mul harabi
Manush bhojley sonar manush hobi
O Manush bhojley sonar manush hobi

লালন শাহ সম্পর্কে কিছু কথাঃ

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।

তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন।

লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।

তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে।

 

 

তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিতে ছিল তার বসবাস এবং ঠাকুর-জমিদারদের প্রজা ছিলেন তিনি। উনিশ শতকের শিক্ষিত সমাজে তার প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবার বড় ভূমিকা রাখেন।

আরও দেখুনঃ
আমি নষ্ট মনে লিরিক্স [ Ami Nosto Mone lyrics ] । মমতাজ এবং পান্থ কানাই । Momtaz and Pantho Kanai
Exit mobile version