মানুষ লিরিক্স [ Manush Lyrics ] | Tahsan | Black

মানুষ লিরিক্স [ Manush Lyrics ] | Tahsan | Black

 

তাহসান রহমান খান  যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।

তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন।১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন।

বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।[১২][১৩][১৪] বাংলামোটরে ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে

তাহসান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন।

২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।

 

ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান বলেন,

“ ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি।

 

Song: Manush
Vocal: Tahsan
Album: Amar Prithibi
Band: Black

 

মানুষ লিরিক্স [ Manush Lyrics ] | Tahsan | Black

 

মানুষ লিরিক্স  বাংলা :

কারো, কারো চোখে দেখি ঘৃণা
কারো বুকের গভীরে থাকে সুখ
দিন বদলেরই স্রোতে পাশে বন্দি আমরা
কেবলই যুদ্ধের আয়োজন করে চলেছি

অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন
ক্রমাগত ঘৃণায় পুড়ে
মানুষ হবে নিষ্প্রাণ
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন…

তবুও মানুষ জানি স্বপ্ন স্বাধীন
আর সে থাকবে না পরা, পরাধীন
মানুষ ফিরে পাবে তার ঠিকানা, তার আশ্রয়
নিয়জিতির বিরুদ্ধে লড়ে যায় সোনালী মানুষ
একদিন চলে যাবে সূর্যের খুব কাছে

অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন
ক্রমাগত ঘৃণায় পুড়ে
মানুষ হবে নিষ্প্রাণ
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন…

অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন
ক্রমাগত ঘৃণায় পুড়ে
মানুষ হবে নিষ্প্রাণ
অনেক অনেক মৃত্যুর পর
শান্তি ফিরবে একদিন…

 

 

Manush Lyrics in english :

 

karo, karo chokhey

dekhi grhina
karoo buker
gobhirey thakey shukh
biporit ei sroter
pashey bondi amra
keboli juddher ayojon
korey choleychi

Onek onek mrittur por

shanti phirbay ekdin
kromagoto grhinai puray
manush hobay nishpran

Onek onek mrittur por

shanti phirbay ekdin

Tobuo manush jani
shopnomoy shadhin
ar shey thakbey na
pora, poradhin
manush phiray pabey
tar thikana, tar asroi
niyojitir bi-ruddhey
lorey jai shonali manush
ekdin choley jabey
shurjer khub kachey

Onek onek mrittur por

shanti phirbay ekdin

kromagoto grhinai puray
manush hobay nishpran
Onek onek mrittur por

shanti phirbay ekdin

Onek onek mrittur por

shanti phirbay ekdin
kromagoto grhinai puray
manush hobay nishpran
Onek onek mrittur por
shanti phirbay ekdin

 

Leave a Comment