আধুনিক বাংলা গানের কিংবদন্তি মান্না দে [ Manna Dey ]। যারা আধুনিক বাংলা গানের ভক্ত, আজও তাদের বেশরভাগের প্লেলিস্টের সিংহভাগ জুড়ে আছে মান্না দে’র গানে। আজও গুগুলে আধুনিক বাংলাগানের সর্চ তালিকায় মান্নাদের নাম সর্বপ্রথমেই থাকে।
মান্না দে আধুনিক বাংলা গান ঠিক কতগুলো গেয়েছে সেটা নিশ্চিত করে বলা মুশকিল। তবে আমরা দীর্ঘ সময় নিয়ে মান্না দে’র প্রচলিত অপ্রচলিত সকল আধুনিক বাংলা গানের একটা তালিকা করেছি। মান্না দের গান যারা নিয়মিত শোনেন এমন বেশ কিছু শ্রোতাকে তালিকাটি দেখানো হয়েছে। পাশাপাশি ইন্টারনেটে খুঁজে দেখা হয়েছে। তবে এই তালিকার বাইরে কোন গান আর পাওয়া যায়নি।
Table of Contents
মান্না দে’র সব আধুনিক বাংলা গানের তালিকা :
অ – দিয়ে মান্না দে [ Manna Dey ] ‘র সব আধুনিক বাংলা গানের তালিকা
- অন্ধ, খোঁড়া, বোবা, হাবা পার করে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- অন্ধকারের অন্তরেতে সুরকার : কৃষ্ণচন্দ্র দে হেমেন্দ্রকুমার রায়
- অন্নপূর্ণা বিশ্বনাথের পূর্ণ ছোয়া – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- অপবাদ হোক না আরও – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- অবিদ্যাকে বিদ্যা দিলে অশিক্ষাকে… – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- অভিনন্দন নয়, প্রশংসা নয় – সুরকার : মান্না দে – গীতিকার : আনন্দ মুখোপাধ্যায়
- অনেক কথা বলেও তবু – গৌরীপ্রসন্ন মজুমদার, সুপর্ণকান্তি ঘোষ
- অভিনন্দন নয় প্রশংসা নয় – আনন্দ মুখোপাধ্যায়, মান্না দে
- অভিমানে চলে যেও না – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
আ – দিয়ে মান্না দে [ Manna Dey ] ‘র সব আধুনিক বাংলা গানের তালিকা
- আকাশ পানে চেয়ে চেয়ে – মান্না দে, নচিকেতা ঘোষ, পুলক বন্দোপাধ্যায়
- আগমনী গান শোনা যায় – মান্না দে, শ্যামল গুপ্ত, মৃণাল বন্দোপাধ্যায়
- আজ আবার সেই পথে দেখা হয়ে গেল – পুলক বন্দোপাধ্যায়, মান্না দে
- আজ রাতে চাঁদের কী অসহ্য আলো – পুলক বন্দোপাধ্যায়, মান্না দে
- আজ শরতের কাশের বনে – মুক্তি রায়চৌধুরী, প্রভাস দে
- আবার হবে তো দেখা – মান্না দে, পুলক বন্দোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়
- আজমীর শরিফ তীর্থে গেলে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- আমাকে তুমি সম্পূর্ণ অধিকার – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আমাদের ঘরে ঘরে তেরো পার্বণ – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- আমায় আকাশ বলল – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমায় আকাশ বলল – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমায় একটু জায়গা দাও মায়ের.. – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমায় চিনতে কেন পারছ না মা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমায় রক্ত দাও আমি তোমায় – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- আমার একদিকে শুধু তুমি – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমার কবিতা হারায়ে ফেলেছি – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : অজানা
- আমার খুকু ছোট্ট যখন – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমার চোখে বর্ষা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আমার চোখে বর্ষা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আমার জীবনতরী – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমার জীবনতরী – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- আমার না যদি থাকে সুর – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমার ব্যাঙ্কে আছে টাকা – সুরকার : পরিমল দাশগুপ্ত – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আবার হবে তো দেখা – মান্না দে, পুলক বন্দোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়
- আমার ভালোবাসার রাজপ্রাসাদে – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি আকাশ হতে পারি
- আমি আজ আকাশের মতো একেলা –
- আমি আজীবন শুধু ভুল করে গেছি
- আমি কি আর ভালো হব না – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আমি জানি না ঠিকানা সেই সে… – সুরকার : মান্না দে – গীতিকার : জহর মজুমদার
- আমি তফাত বুঝি না – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি তার ঠিকানা রাখিনি – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি দু’চোখ ভরে ভুবন দেখি – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি দেখেছি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি নিরালায় বসে বেঁধেছি – সুরকার : মান্না দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি যে জলসা ঘরে* – সুরকার : অনিল বাগচী – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- আমি রাজি রাখো বাজি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি সাগর জলে – সুরকার : মান্না দে – গীতিকার : পার্থসারথি ভট্রাচার্য
- আমি সাগরের বেলা – সুরকার : মান্না দে – গীতিকার : প্রণব রায়
- আমি সারারাত শুধু যে কেঁদেছি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আমি হারিয়েছি মোর ছোট্টবেলা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আলো জ্বালতে যে ভয় করে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আষাঢ় মাসে তুমি যে মা – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- আহা ভাব করে কি সুখ পাওয়া যায় – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- আহ্বান শোনো আহ্বান – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
ঋ – দিয়ে মান্না দে [ Manna Dey ] ‘র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ঋতু আয়ে, ঋতু যায়ে*
এ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- এ কী অপূর্ব প্রেম দিলে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এ জীবনে যত ব্যথা পেয়েছি – সুরকার : মান্না দে – গীতিকার : প্রণব রায়
- এ তো রাগ নয় গো, এ যে অভিমান – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এ দেশ এ দেশ (সবিতা চৌধুরীর সঙ্গে) – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
- এ নদী এমন নদী – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এ বাড়ির বাগানে, ও বাড়ির উঠোনে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই আছি বেশ, শুরুতেই হোক শেষ – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : দীপঙ্কর ঘোষ
- এই কূলে আমি আর ওই কুলে তুমি – সুরকার : মান্না দে – গীতিকার : বঙ্কিম ঘোষ
- এই জীবনের বেশীটাই দুঃখ – সুরকার : প্রভাস দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- এই তানপুরাটাই বন্ধু আমার – সুরকার : মান্না দে – গীতিকার : আনন্দ মুখোপাধ্যায়
- এই তো আকাশ বেশ ছিলো – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : দীপঙ্কর ঘোষ
- এই তো সেদিন তুমি আমারে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই তো সেদিন তুমি আমারে* – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই পান পেয়ালায় চুমুক দিয়ে – সুরকার : হেমন্ত মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই পিয়ানো এ যে আমার – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই মাসে ভাদর মাসে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- এই যে আমি এমন আমি – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
- এই রাত না যদি হয় শেষ – সুরকার : প্রভাস দে – গীতিকার : পার্থসারথি ভট্রাচার্য
- এই রাত শেষ রাত হয়তো এ জীবনের – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এই সেই ঘর – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- এই, হ্যাট, হ্যাট, হ্যাট – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এইক্ষণটুকু কেন এত – সুরকার : প্রভাস দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- এক ঝাক পাখিদের মতো কিছু রোদ্দুর – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : সুধীন দাশগুপ্ত
- এক পা সোজা – সুরকার : হিমাংশু বিশ্বাস – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- একই অঙ্গে এত রূপ – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : সুধীন দাশগুপ্ত
- একই মাটি এক বাগানের – সুরকার : মান্না দে – গীতিকার : জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি
- একটা কুকুর ঘুরছে – সুরকার : পার্থপ্রতিম চৌধুরী – গীতিকার : পার্থপ্রতিম চৌধুরী
- একদিন গাড়ি চালাতে চালাতে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- একূল ওকূল দু’কূল ভাসাও – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- এখনও মাটিতে লেগে আছে দেখো – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- এত ভালবেসে তবু মিটিল না সাধ – সুরকার : প্রভাস দে – গীতিকার : প্রণব রায়
- এত লোক এই শহরে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এরই নাম প্রেম* – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- এল জ্যৈষ্ঠ মাস – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- এসো যৌবন, এসো হে বন্ধু – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ও – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে – সুরকার : মান্না দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- ও আলোর পথ যাত্রী – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
- ও কুয়াশা – সুরকার : প্রভাস দে – গীতিকার : বটকৃষ্ণ দে
- ও কেন এত সুন্দরী হল – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- ও চাঁদ, সামলে রাখো* – সুরকার : – গীতিকার :
- ও চাঁদ, সামলে রেখো – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- ও তোর মরণ যেদিন – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : অজানা
- ও ভাই, ভাইরে – সুরকার : কানু ঘোষ – গীতিকার : সলিল চৌধুরী
- ও মিতয়া* – সুরকার : – গীতিকার :
- ওই মহাসিন্ধুর ওপার থেকে – সুরকার : দ্বিজেন্দ্রলাল রায় – গীতিকার : দ্বিজেন্দ্রলাল রায়
- ওগো বরষা তুমি ঝোরো না গো – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- ওগো সারাটি যামিনী সারাটি যামিনী – সুরকার : প্রভাস দে – গীতিকার : প্রভাস দে
- ওরে মন শোন – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
ক – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ক ফোটা চোখের জল ফেলেছো – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কখনও কবি কখনও সাধক – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- কত দূরে আর নিয়ে যাবে বল – সুরকার : মান্না দে – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- কতদিন দেখিনি তোমায় – সুরকার : কমল দাশগুপ্ত – গীতিকার : প্রণব রায়
- কথা দাও আবার আসবে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কথা নয় আজ কথা নয় – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কথায় কথায় যে রাত হয়ে যায় – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কফি হাউসের সেই আড্ডাটা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- কারও নজর লেগে গেল – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
- কাল কিছুতেই ঘুম এল – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কি এমন কথা – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কি এমন ভাগ্য আমার – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- কিছু কথা – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- কিছু কিছু পিছু টান – সুরকার : লোকেশ মুখোপাধ্যায় – গীতিকার : বরুণ ঘটক
- কিছু চাই, কিছু পাই – সুরকার : মান্না দে – গীতিকার : অমিয়জীবন মুখার্জি
- কী দেখলে তুমি আমাতে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কুয়াশা আঁচল খোলো – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
- কুয়াশার ঘোমটা ঢাকা – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- কে আবার চুরি করে – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
- কে গো নাগরী – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কে জানে শ্যাম ছিলো নিলাজ – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- কে তুমি তন্দ্রাহরিণী* – সুরকার : – গীতিকার :
- কে তুমি তন্দ্রাহারিণী – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কেউ শুধু যে বাবা বলে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কেন তবে রাত পোহাল – সুরকার : হিমাংশু বিশ্বাস – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- কেন ফিরে যায় বেদনায় অভিমানী – সুরকার : মান্না দে – গীতিকার : জহর মজুমদার
- কেন যে বেসুর বাজিস বাঁশি – সুরকার : মান্না দে – গীতিকার : শুভ দাশগুপ্ত
- কোথায় বেজে উঠল বাঁশি – সুরকার : মান্না দে – গীতিকার : শুভ দাশগুপ্ত
খ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- খুব জানতে ইচ্ছে করে – সুরকার : প্রভাস দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- খেলা ফুটবল খেলা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : সত্য বন্দোপাধ্যায়
- খেলা ফুটবল খেলা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : সত্য বন্দোপাধ্যায়
গ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- গভীর হয়েছে রাত – সুরকার : লোকেশ মুখোপাধ্যায় – গীতিকার : বরুণ ঘটক
- গহন মেঘের ছায়া ঘনায় সে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- গানের খাতায় স্মৃতির পাতায় – সুরকার : মান্না দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- গোপাল গোবিন্দ হরি – সুরকার : অমল দাশগুপ্ত – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- গোলাপে কাঁটা বলে কেউ কি – সুরকার : অসীমা ভট্রাচার্য্য – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ঘ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ঘন তমসাবৃত অম্বর ধরণী – সুরকার : দ্বিজেন্দ্রলাল রায় – গীতিকার : দ্বিজেন্দ্রলাল রায়
- ঘর ও সংসার সবাই তো চার – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
চ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- চড়াই উৎরাই ওই যে পাহাড় – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- চলে গেলে তুমি – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- চলো বাবা ঘুরে আসি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- চলো যাই সেখানে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- চলো রে মন বৃন্দাবনে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- চাঁদের আশায় নিভায়ে ছিলাম – সুরকার : মান্না দে – গীতিকার : অনিল বিশ্বাস
- চাঁদের আশায় নিভায়ে ছিলাম* – সুরকার : – গীতিকার :
- চাই না আমি বাড়ি গাড়ি – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- চার দিনো কা হ্যায়* – সুরকার : – গীতিকার : বিমল দত্ত
- চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : সুধীন দাশগুপ্ত
- চৈত্র মাসে চড়কতলায় – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- চোঙাওয়ালা কলের গান – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ছ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ছুঁয়োনা ছুঁয়োনা বধূ – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : চন্ডীদাস
- ছোট হওয়া দাদার জামা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
জ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- জগন্ময়ী শ্যামা বেশে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- জবাব চেয়ো না এই প্রশ্নের – সুরকার : দীপঙ্কর চট্রোপাধ্যায় – গীতিকার : দীপঙ্কর চট্রোপাধ্যায়
- জয়োর ঝুমকো থেকে একটি মতি – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- জলসাঘরে মোমের বাতি – সুরকার : অমল দাশগুপ্ত – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- জানতে চেয়ো না – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- জানি তোমার প্রেমের যোগ্য আমি – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- জীবন যুদ্ধে যার শুধুই লড়াই – সুরকার : মান্না দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- জীবে প্রেম করে যেই জন – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- জ্বালাও আকাশ প্রদীপ – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ঝ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ঝরো ঝরো বাদল ধারা – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- ঝিম ধরা নিম গাছ – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : বটকৃষ্ণ দে
- ঝিম ধরা নিম গাছ – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
ত – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- তীর ভাঙা ঢেউ আর – সুরকার : মান্না দে – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- তুই কি আমার পুতুল পুতুল – সুরকার : মান্না দে – গীতিকার : মিন্টু ঘোষ
- তুমি অনেক যত্ন করে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি আঁধার দেখো – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি আর আমি আর আমাদের সন্তান – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি আর ডেকো না – সুরকার : মান্না দে – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- তুমি একজনই শুধু বন্ধু আমার – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি কেমন করে – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- তুমি চলতে ফিরতে গুনগুন – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি চিঠি লিখে ভুলে গেলে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি তো আমাকে বুঝলে না – সুরকার : মান্না দে – গীতিকার : জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি
- তুমি নয় নাই কাছে আসলে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমি নিজের মুখেই বললে যেদিন – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তুমিই এনেছ জোয়ার নাটকে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- তোমাকে নিয়েই যত – সুরকার : মান্না দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- তোমায় কিছু বলিনি তো – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তোমায় যে নামে আমি – সুরকার : প্রভাস দে – গীতিকার : বটকৃষ্ণ দে
- তোমার ওই হাসিতে কি এমন জাদু – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তোমার ওই হাসিতে কি দারুণ জ্বালা – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- তোমার কান্না – সুরকার : মান্না দে – গীতিকার : মিন্টু ঘোষ
- তোমার চরণ – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- তোমার চোখে জল, অবাক হয়ে যাই – সুরকার : মান্না দে – গীতিকার : অমিয়জীবন মুখার্জি
- তোমার দেহের ভঙ্গিমাটি – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : সুধীন দাশগুপ্ত
- তোমার নিশ্বাসে বিষ ছিল – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- ত্রিকালদর্শী – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
দ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- দরদী গো কী চেয়েছি আর – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দশ বছরের বংশী – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দিদির বাড়ি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দীপ ছিলো, শিখা ছিলো – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দুঃখ আমায় দুঃখী করেনি – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দুঃখ আমার তোমায় যে ভালবেসেছি – সুরকার : অসীমা ভট্রাচার্য্য – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- দুঃখ বেদনা যত, যত অপমান – সুরকার : কল্যাণ সেন বরাট – গীতিকার : শুভ দাশগুপ্ত
- দেখি ওই হাসির ঝিলিক ঝরে – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- ধন্য আমি জন্মেছি মা (অন্যদের সাথে) – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
ন – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- নবদ্বীপের শোভনচন্দ্র – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : শৈলেন রায়
- নমো বালাজী নমো তিরুপতি – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- না না, যেও না – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- না না, যেও না* – সুরকার : – গীতিকার :
- নারায়ণের লক্ষ্মী যেমন শিবের পার্বতী – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- নিন্দুকে যা বলছে বলুক – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- নিলাম নিলাম নিলাম হল শুরু – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- নীলাচলের শিব পাহাড়ের শোভা – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- নেই কিছু আর হারিয়ে যাওয়ার – সুরকার : অজয় দাস – গীতিকার : অজয় দাস
- নেই ঘুম নেই চোখে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : হরপ্রসাদ মন্ডল
- নেচেছো প্রলয় নাচে – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : কৃষ্ণচন্দ্র দে
প – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- পারো যদি ফিরে এসো – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- পুছোনা ক্যায়সে* – সুরকার : – গীতিকার :
- পুরীতে সাগর দেখে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেছে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : তরুণ সিংহ
- পৌষ এল – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- পৌষের কাছাকাছি রোদ মাখা – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায় /বিমল দত্ত
- প্রথম রেডিও এল বাড়িতে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- প্রদীপ জ্বালিয়ে – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
ফ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ফাগুনের আগুন জ্বেলে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- ফুল গেন্দুয়া না মারো * – সুরকার : – গীতিকার :
- ফুল দিতে হয়, ফুল নিতে হয় – সুরকার : মান্না দে – গীতিকার : বিমল দত্ত
- ফুল ফুটবে – সুরকার : প্রভাস দে – গীতিকার : জহর মজুমদার
ব – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- বড় ময়লা জমেছে মনে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- বন্ধু জানি না তুমি কেমন আছো – সুরকার : মান্না দে – গীতিকার : আনন্দ মুখোপাধ্যায়
- বল রাধা হতে পারে কজনে – সুরকার : অজয় দাস – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- বহুদিন হল সত্য মারা গেছে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- বাজে গো বীণা* – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
- বাবা মনে আছে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- বিষয় ধনে ধনী যেমন – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- বেলা পড়ে এল – সুরকার : মান্না দে – গীতিকার : শুভ দাশগুপ্ত
- বেশ তো, তাই হোক, দেখা নয় নাই…. – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- বেহাগ যদি না হয় রাজি* – সুরকার : অধীর বাগচী – গীতিকার :
ভ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ভাবতেও ভাল লাগে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : তরুণ সিংহ
- ভাবনার মহানদী যখন ছিল – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- ভাবসাধনার মহা সাগর – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- ভাল না বাসলে – সুরকার : মান্না দে – গীতিকার : শিবনাথ ব্যানার্জি
- ভালবাসা হল বিপন্ন এক দাবি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : শিবনাথ ব্যানার্জি
- ভালোবাসার পানশালাতে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- ভোমরা রে, ও ভোমরা রে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ম – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- মন তুই মরলি ঘুরে হাজার তীর্থে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- মনে পড়ে সেই দিনটি যেদিন – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মনে মনে যদি এত দূরে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পার্থসারথি ভট্রাচার্য
- মা মাগো মা, আমায় ছেড়ে কোথাও – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মা, মা গো মা, আমি এলাম – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মাগো তুমি ঘৃণা কোরো না – সুরকার : সুনীল মজুমদার – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মাঝরাতে ঘুম ভেঙে যায় – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মানব না এই বন্ধনে – সুরকার : সলিল চৌধুরী – গীতিকার : সলিল চৌধুরী
- মার স্নেহ কাকে বলে জানি না – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- মিষ্টি একটা গন্ধ রয়েছে – সুরকার : প্রভাস দে – গীতিকার : শ্যামল গুপ্ত
- মুক্তির মন্দির সোপানতলে – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : মোহিনী চৌধুরী
- মেঘ হেরি নীল গগনে – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : শৈলেন রায়
- মেঘলা আকাশ বড় ভাল লাগে – সুরকার : মান্না দে – গীতিকার : শুভ দাশগুপ্ত
- মেঘলা মেয়ে মেঘেরি সাজ – সুরকার : সুধীন দাশগুপ্ত – গীতিকার : সুধীন দাশগুপ্ত
- মেনেছি গো, হার মেনেছি – সুরকার : কমল দাশগুপ্ত – গীতিকার : সুবোধ পুরকায়স্থ
য – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- যখন এমন হয় – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যখন কলেজ এলাম – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যখন কেউ আমাকে পাগল বলে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যত মেঘই করুক আকাশেতে – সুরকার : প্রভাস দে – গীতিকার : জহর মজুমদার
- যদি এখনও আমাকে শুধু – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যদি কাগজে লেখো নাম – সুরকার : নচিকেতা ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- যদি প্রশ্ন করি সবচেয়ে মিষ্টি – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- যদি হিমালয় আল্পসের সমস্ত – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- যমুনা কে তট পে* – সুরকার : – গীতিকার :
- যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যে ভালোবাসায় ভোলায় মোরে – সুরকার : প্রভাস দে – গীতিকার : প্রণব রায়
- যে সমাধি বেদীটার ঠিক ওপরে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- যেতে হবে যেতে হবে – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : অজানা
- যেমন অগ্নিবীণায় প্রতিবাদে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
র – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- রঙ্গিনী মন, মন দিতে চায় – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- রাত জাগা দুটি চোখ – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- রাতজাগা দুটি চোখ * – সুরকার : – গীতিকার :
- রিম ঝিম ঝিম বৃষ্টি – সুরকার : রতু মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
ল – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- ললিতা গো ওকে আজ চলে যেতে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- লাইট ট্রেন – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার :
- লাগছে অচেনা কি – সুরকার : মান্না দে – গীতিকার : ভাবেশ গুপ্ত
- লাগছে অচেনা কি – সুরকার : মান্না দে – গীতিকার : ভবেশ গুপ্ত
- লাগা চুনরী মে দাগ* – সুরকার : – গীতিকার :
- লাল জবাকেও লজ্জা দিয়েছে – সুরকার : মান্না দে – গীতিকার : বটকৃষ্ণ দে
- লাল মেহেন্দির নকশা হাতে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
শ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- শিব শম্ভু – সুরকার : প্রভাস দে – গীতিকার : মিন্টু ঘোষ
- শীতের হাওয়ায় দোলায় চেপে – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : শ্যামল গুপ্ত
- শুধু আমি কেন বলুক সবাই – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- শুধু একদিন ভালবাসা – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- শুধু একদিন ভালোবাসা – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- শুধু তোমার ভালোবাসাতে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- শুনতে শুনতে অনেক মিথ্যে – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- শোনো ও গরবী – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়

স – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- সজনী গো যদি এলে – সুরকার : মান্না দে – গীতিকার : মিন্টু ঘোষ
- সজনী নথনী সে টুটা* – সুরকার : – গীতিকার :
- সব তোমারি জন্য – সুরকার : মান্না দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- সবই তো পেলাম তবু এ কেমন পাওয়া – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- সবাই তো মেনে নিল – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- সবাই তো সুখী হতে চায় – সুরকার : প্রভাস দে – গীতিকার : জহর মজুমদার
- সবাই বলে মজনু কেন – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- সবুজ রঙের ট্রাম – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রদাতা – সুরকার : মৃণাল বন্দোপাধ্যায় – গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
- সহেলী গো, কী নামে তোমায় বলো… – সুরকার : মান্না দে – গীতিকার : আনন্দ মুখোপাধ্যায়
- সাগর গভীর হতে পারে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : বটকৃষ্ণ দে
- সাগর গভীর হতে পারে – সুরকার : মান্না দে – গীতিকার : বটকৃষ্ণ দে
- সাড়ে সাত কোটি বাঙালির – সুরকার : কানু ঘোষ – গীতিকার : সলিল চৌধুরী
- সুন্দরী গো দোহাই দোহাই – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- সে আমার ছোট বোন – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- সে যে এই দেশেরই এক মাস্টার – সুরকার : মান্না দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- সেই ঢাকা মেল নেই তো আর – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- সেই তো আবার কাছে এলে – সুরকার : মান্না দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- সেকি ভোলা যায় তুমি আমারি ছিলে – সুরকার : প্রভাস দে – গীতিকার : জহর মজুমদার
- সোনাতে কলঙ্ক ধরে না – সুরকার : নীতা সেন – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- সোনার এই দিনগুলো – সুরকার : প্রভাস দে – গীতিকার : মুক্তি রায়চৌধুরী
- সোনালি রঙ মেখে পাখিরা যায় – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : দীপঙ্কর ঘোষ
- স্বপন যদি মধুর এমন – সুরকার : কৃষ্ণচন্দ্র দে – গীতিকার : জলধর চট্রোপাধ্যায়
- স্বপনে বাজে গো বাঁশি – সুরকার : প্রভাস দে – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- স্বপ্নের কফি হাউস – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : শমীন্দ্র রায়চৌধুরী
- স্বর্গের পারিজাত আকাশে থাকে – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
হ – দিয়ে মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গানের তালিকা
- হরিণটাকে ধরতে এসে – সুরকার : হেমন্ত মুখোপাধ্যায় – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- হাটি হাটি পা পা – সুরকার : সুপর্ণকান্তি ঘোষ – গীতিকার : পুলক বন্দোপাধ্যায়
- হায় হায় গো রাত যায় গো – সুরকার : মান্না দে – গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার
- হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
[ মান্না দে’ [ Manna Dey ] র সব আধুনিক বাংলা গান ! তালিকা শেষ ]
এই বইরে যদি আপনার কোন আধুনিক বাংলা গান জানা থাকে তবে আমাদের সেটা জানিয়ে দিন। আমরা সেটা যুক্ত করে নেবো। এর এছাড়া কোন গীতিকার বা সুরকারের নাম যদি ভুল থাকে তবে সেটিও জানাবেন, আমরা সংশোধন করে নেবো।
আরও পড়ুন:
- সঙ্গীত গুরুকুল : মান্না দে’ [ Manna Dey ]র জন্য লেখা প্রতুল মুখোপাধ্যায়ের সব গান