মায়ের পায়েরজবা লিরিক্স [ Mayer Payer Joba Lyrics ]
কুমার শানু । Kumar Sanu
কুমার শানু ভারতের একজন উল্লেখযোগ্য বলিউড গায়ক. তিনি এওয়ার্ড পান ফিল্ম ফেয়ার সেরা পুরুষ গায়ক পর পর পাঁচ বছর. তাকে ভারত সরকার ২০০৯ সালে পদ্মশ্রী তে সম্মানিত করে ।
শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন, গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্টানে কলকাতায়। কিশোর কুমার এর পরে তিনি বলিউডের গায়কের মডেল হয়েছেন।
পরবর্তিতে তিনি নিজের শৈলিতে গান গাওয়া শুরু করেন। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক॥
মায়ের পায়েরজবা লিরিক্স [ Mayer Payer Joba Lyrics ] । কুমার শানু । Kumar Sanu
মায়ের পায়েরজবা লিরিক্স
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
তার গন্ধ না থাক যা আছে সে
নয় রে ভুয়ো আভরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে
নয় রে ভুয়ো আভরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
জানি জুঁই মালতী হায়
কতো গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে
নিজেরে বিলায় (x2)
ওরে তোর মতো যে নেই কো তাদের
মায়ে পোয়ে আলাপন
তোর মতো যে
ও মন তোর মতো যে নেই কো তাদের
মায়ে পোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
আমার তাই তো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে
হই বুঝি বা ক্ষয় (x2)
ওরে যেন ভুলিসনা
তোর দয়াময়ী মা
তার রক্ত মাখা কালো রূপে
ঘোচায় কালিমা (x2)
ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়
করি আত্মসমর্পণ
তাই বলি আয়
ও মন তাই বলি আয় ওই রাঙ্গা পায়
করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
তার গন্ধ না থাক যা আছে সে
নয় রে ভুয়ো আভরণ
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে
নয় রে ভুয়ো আভরণ
মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠ না ফুটে মন
Mayer Payer Joba Lyrics
Mayer payer joba hoye
Oth na Fute mon
Amar mayer payer joba hoye
Oth na fute mon
Tar gondho na thak ja ache se
Noy re vuyo aboron
Gondho na thak
O tar gondho na thak ja ache se
Noy re vuyo aboron
Mayer payer joba hoye
Oth na Fute mon
Amar mayer payer joba hoye
Oth na fute mon
Jani jui maloti hay
Koto gondho je choray
Tobu ghorer fele porer kache
Nijere bilay (x2)
Ore tor moto je nei ko tader
Maye paye alapon
Mayer payer joba hoye
Oth na Fute mon
Amar mayer payer joba hoye
Oth na fute mon
Amar tai to lage voy
Prolovoner fade pore
Hoi bujhi ba khoy(x2)
Ore jeno vulisna
Tor doyamoyi maa
Tar rokto makha kalo rupe
Gochay kali ma (x2)
O mon tai boli ay oi ranga pay
Kori attosomorpon
Mayer payer joba hoye
Oth na Fute mon
Tar gondho na thak ja ache se
Noy re vuyo aboron
O tar gondho na thak ja ache se
Noy re vuyo aboron
Mayer payer joba hoye
Oth na Fute mon
Amar mayer payer joba hoye
Oth na fute mon
আরও দেখুনঃ