Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মালা অঞ্জন দত্ত লিরিক্স | Mala onjon dotto lyrics | Anjan Dutta | অঞ্জন দত্ত

মালা অঞ্জন দত্ত লিরিক্স | Mala onjon dotto lyrics | গানটি গেয়েছেন অঞ্জন দত্ত।

 

 

মালা অঞ্জন দত্ত লিরিক্স | Mala onjon dotto lyrics | Anjan Dutta | অঞ্জন দত্ত

মালা অঞ্জন দত্ত লিরিক্স :

তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়িতোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুলআজ বারোই মে তাই সকাল থেকেজন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসারতোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরেনিয়ে হাজার বিদেশি উপহারএই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমারএই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।
আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরেতোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলাসাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা
তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরেতোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?
মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেইছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরেআজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে নাএন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।
আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরেআমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাওআমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে..

অঞ্জন দত্ত:

অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি সঙ্গীতের জন্যে বেশি পরিচিত৷ তার বিখ্যাত গানগুলির মধ্যে “বেলা বোস, রঞ্জনা আমি আর আসবোনা” অন্যতম। তার ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস করেছেন। অঞ্জন দত্তকে নিয়ে অঞ্জনযাত্রা নামে বাংলাদেশের সাজ্জাদ হুসাইন একটি বই লিখেছেন।

১৯৫৩ সালের ১৯ জানুয়ারি দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে। সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়।

তিনি কাজের অভাবে কিছুদিন কলকাতাভিত্তিক দৈনিক দ্য স্টেটসম্যান এ সাংবাদিকের কাজ করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

অঞ্জন দত্ত ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় করছেন এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও শুরু করেন। তাকে ‘একদিন অচানক’, ‘যুগান্ত’, ‘অন্তরীণ’, ‘নির্বাক’, ‘জানি দেখা হবে’, ‘চিত্রাঙ্গদা’, ‘দেখা’, ‘মিস্টার এন্ড মিসেস আইয়ার’ সহ আরো বেশ কিছু সিনেমায়। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’তে প্রথম অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

অঞ্জন দত্ত ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version