Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মা দূর্গার আগমনে লিরিক্স [ Maa durgar agomone Lyrics ] । Durga Puja Song 2020

মা দূর্গার আগমনে লিরিক্স [ Maa durgar agomone Lyrics ]

Durga Puja Song 2020

 

 

দুর্গাপূজা বা দুর্গোৎসব হল দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র্র্র ভারতে প্রচলিত। তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।

আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা মহাপূজা করা হয়। অবশ্য তন্ত্র শাস্ত্র মতে সকল স্থানই দুর্গার স্থান। সকল সময় দুর্গাপূজার সময়। যাইহোক, বছরে মূলত চারটি নবরাত্রি আসে।

তার মধ্যেে দুটি গুপ্ত নবরাত্রি। চারটি নবরাত্রিতেই শ্রী দূর্গার মহাপূজা হয়। আশ্বিনের নবরাত্রি পূজা শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তীক দুর্গাপূজা নামে পরিচিত।

দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে হিন্দু বাঙালীর প্রধান উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হয়।

এমনকি ভারতের অসম,বিহার, ঝাড়খণ্ড,মণিপুর এবংওড়িশা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি হিন্দুগণ ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথামাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে।

এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালি হিন্দুরাও দুর্গাপূজা পালন করে থাকেন। ২০০৬ সালে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে “ভয়েসেস অফ বেঙ্গল” মরসুম নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসেবে স্থানীয় বাঙালি হিন্দু অভিবাসীরা ও জাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দুর্গাপূজার আয়োজন করেছিলেন।

 

 

মা দূর্গার আগমনে লিরিক্স [ Maa durgar agomone Lyrics ] । Durga Puja Song 2020

মা দুর্গার আগমনে
উল্লাসে  আলিঙ্গনে
মহামারী মুছে যাবে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি
পুজো হোক জম জামাটি
নতুন সাজে সেজেছে আকাশ
**
সাজানো বরণ ডালা
আকাশে মেঘের ভেলা
চলছে ধুনুচি নাচ
কাসর আর ঘন্টা বাজে
এলো মা নতুন সাজে
বাতাসে পুজোর গন্ধ আজ।
খুশিতে মন মজেছে আজ |
শিউলি ফুলে গন্ধে মাতে
খুশির শারদ প্রাতে
লাগলো দোলা কাশের বনে
হিমেল শরৎ টানে
[ ষষ্ঠী চাওয়া পাওয়া
আড্ডা সপ্তমিটা
সেলফিতে সেজেছে আজ ]
[অষ্টমী অঞ্জলী আর
নবমীর জাঁক জমকে]
বাতাসে পুজোর গন্ধ আজ।
খুশিতে মন মজেছে আজ |
ভালোবাসার আলিঙ্গনে
বিজয়ার  বিসর্জনে
আসছে বছর, আবার হবে
এক সুরে সুর মিলিয়ে
[ বছর বছর এভাবে
থেকো মা এ প্রানে
মুছিয়ে দুঃখ সবার ]
[ সিন্দূরে সোহাগে
দশমীর ঢাকের তালে ]
বাতাসে পুজোর গন্ধ আজ।
খুশিতে মন মজেছে আজ |

আরও দেখুনঃ
Exit mobile version