মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

তাসবিয়া বিনতে শহীদ মিলা ; মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী। তিনি ফিউশন ও লোকধারার গান পরিবেশন করেন।

 

মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

 

মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

প্রাথমিক জীবন

মিলা ইসলাম ১৯৮৮ সালের ২৬ মার্চ জন্মগ্রহন করেন।  তাঁর উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন চট্টগ্রাম গ্রামার স্কুল এন্ড কলেজ থেকে। মিলা স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনার মাধ্যমে তাঁর সঙ্গীত জীবনের শুরু করেন। ওই সময় মিলা পরিবারের সাথে চট্টগ্রামে বসবাস করতেন, পরে তাঁর বাবা ঢাকায় চলে আসেন এবং মিলা তাঁর প্রথম অ্যালবামের কাজ শুরু করেন।

কর্মজীবন

মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা বের হয় ২০০৬ সালে। এই অ্যালবামটি কয়েকজন সংগীত পরিচালক পরিচালনা করেন। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতের সেই অ্যালবামের কয়েকটি গান শ্রোতাদের মুখে মুখে ফিরতে থাকে।

 

মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

 

এর ঠিক দুই বছর পর ‘চ্যাপটার টু’ অ্যালবাম দিয়ে মিলা আরও এগিয়ে যান। এই অ্যালবামেরও কয়েকটি গান শ্রোতারা সহজে লুফে নেন। ‘যাত্রাবালা’ বা ‘বাবুরাম সাপুরে’ গান দুটির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০০৮ সালে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার-২ বের হয়।

এই অ্যালবামটির সুরকার ও রচয়িতা সংগীত পরিচালক ফুয়াদ। ২০০৯ সালে ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড বের হয় এবং এই অ্যালবামটিরও সুরকার ও রচয়িতা সংগীত পরিচালক ফুয়াদ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গানের জগতে যখন তার খুবই ভালো অবস্থা তখন থেকেই তিনি সংসার জীবন শুরু করেন। ২০১৭ সালে বিয়ের পর তাঁর গতিময় সংগীতজীবনে ছন্দপতন ঘটে। তারপর থেকে গানের জগতের মানুষ তার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারত না।

তিনি গত দেড় বছর ধরে করোনায় আক্রান্তদের সাহায্যার্থে নানারকম চ্যারিটেবল কাজে যুক্ত আছেন।

 

মিলা ইসলাম । বাংলাদেশি সঙ্গীতশিল্পী

 

কনসার্ট

২০০৮ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) একটি সরাসরি সঙ্গীতানুষ্ঠান “ফুয়াদ লাইভ” এ মিলা গান পরিবেশন করেন, এই অনুষ্ঠানের সকল গান সুরকার, গীতিকার হলেন ফুয়াদ আল মুক্তাদির।

আরও দেখুনঃ

Leave a Comment