মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta
![মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta 1 মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_300,h_300/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/unnamed-5-300x300.jpg)
রাহুল দত্ত, যিনি রন দত্ত নামেও পরিচিত, কলকাতার একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতে 23শে সেপ্টেম্বর 1999 সালে জন্মগ্রহণ করেন। 2022 সাল পর্যন্ত তার বয়স 23 বছর।
তিনি তার মীরা, রাধা, আমারো পোড়ান যাহাছায় ইত্যাদি গানের জন্য সর্বাধিক পরিচিত। তিনি জি বাংলা সারাগামাপা ডুয়েটের বিজয়ী হিসাবেও বিখ্যাত। তিনি সেইসব গায়কদের মধ্যে একজন যাদের গানে বহুমুখীতা রয়েছে এবং তাদের গানে শ্রোতাদের শ্বাস নেওয়ার ক্ষমতা রয়েছে।
Song Title: Meera Song Lyrics
Singer: Rahul Dutta
Music: Rahul Dutta
Lyricist: Supratip Bhattacharya
Language: Bangla
মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta
মীরা গানের লিরিক্স বাংলা :
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা।
হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।।
উতলা এ মন
খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন।
চাতকের মত, কৃষ্ণ প্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ।
রাজা রানা প্রতাপের
বিষপান করেও
মহিমা গুনে মিরা পেল অমৃতেরই স্বাদ।
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া,
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা ..
![মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta 3 YaifwwriN4BzRFCyqbslL4 মীরা গানের লিরিক্স [ Meera gaaner lyrics] | Rahul Dutta](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
Meera gaaner lyrics in english :
Hotath kore rajar ghore porlo je sara
Krishno preme rajkumari matoyara
Hotath kore rajar ghore porlo je sara
Krishno preme rajkumari matoyara
Ekakini bose kande je meera
Ekakini bose kande je meera
Soyone shopone holo dishehara
Banshir sure uthal pathal jomuna dhara
Soyone shopone holo dishehara
Banshir sure uthal pathal jomuna dhara
Ekakini bose kande je meera
Ekakini bose kande je meera
Utola e mon
Khuje more ajibon
Kobe se pabe doroshon
Chatoker moto krishno preme
Trishnarto se sarakkhon
Raja rana prataper
Bishpan koreo
Mohima gune mira pelo amriteri shad
Kano lilay mewar rani cinno chara
Vikharini hoye elo brojeri para
Kano lilay mewar rani cinno chara
Vikharini hoye elo brojeri para
Ekakini bose kande je meera
Ekakini bose kande je meera
Soyone shopone holo dishehara
Banshir sure uthal pathal jomuna dhara
Soyone shopone holo dishehara
Banshir sure uthal pathal jomuna dhara
Ekakini bose kande je meera
Ekakini bose kande je meera
আরও দেখুন :