মুক্তিরও মন্দিরও লিরিক্স [ Muktiro Mondiro Lyrics ]
কৃষ্ণচন্দ্র দে । Krishna Chandra Dey
কৃষ্ণচন্দ্র দে (২৪ আগস্ট ১৮৯৩ – ২৮ নভেম্বর ১৯৬২) ছিলেন বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী, সিনেমা ও থিয়েটার অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক ও দক্ষ সংগীত শিক্ষক।
তিনি মুম্বইয়ের সঙ্গীতজগতে সঙ্গীতাচার্য ‘কে.সি.দে’ নামেও সুপরিচিত। বাংলার অপর এক কিংবদন্তি শচীন দেব বর্মণের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন তিনি। তার ভ্রাতুষ্পুত্র হলেন বৈচিত্র্যের বিচারে সর্বকালের অন্যতম সেরা কণ্ঠশিল্পী মান্না দে।
সঙ্গীতের গুণীজনের কাছে সঙ্গীত শিক্ষার পাশাপাশি তিনি কলকাতা ও মফস্বলের গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে শুরু করেন। দরাজ ও মিষ্টি গলার অন্ধগায়ক অচিরেই বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
মাত্র ১৮ বৎসর বয়সেই এইচ.এম.ভি থেকে তার প্রথম গানের রেকর্ড প্রকাশিত হয়। যখন জনপ্রিয়তা শীর্ষে পৌঁছালেন তখন প্রতি মাসেই একটি করে রেকর্ড বের হতে লাগল।
মুক্তিরও মন্দিরও লিরিক্স [ Muktiro Mondiro Lyrics ] । কৃষ্ণচন্দ্র দে । Krishna Chandra Dey
মুক্তিরও মন্দিরও লিরিক্স
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা,
তারা কি ফিরিবে আজ
তারা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
আজি রক্ত কমলে গাঁথা..
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
Muktiro Mondiro Lyrics
Muktiro Mandiro Sopantale
Koto praan holo bolidaan
Lekha ache ashrujole
Koto biplobi bondhur rokte ranga
Bondishalar oi shikol vanga
Tara ki firibe aaj suprabhate
Joto tarun arun geche ostachole
Muktiro Mondiro Sopantole
Koto pran holo bolidan
Lekha ache oshrujole
মুক্তিরও মন্দিরও লিরিক্স [ Muktiro Mondiro Lyrics ] । কৃষ্ণচন্দ্র দে । Krishna Chandra Dey
আরও দেখুনঃ
মেনে রোয়া লিরিক্স [ Maine Royaan Lyrics ] । তানভীর ইভান । Tanveer Evan