Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মেঘলা দিন হোক লিরিক্স [ Ghum venge kichu meghla din hok lyrics] | Anupam Roy

মেঘলা দিন হোক লিরিক্স [ Ghum venge kichu meghla din hok lyrics] | Anupam Roy

 

অনুপম রায়-Anupam Roy

অনুপম রায় কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।

২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন

 

Song: Jaani Dekha Hobe
Singer: Anupam Roy
Music Director: Indradip Dasgupta
Lyricist: Srijato
Movie: Jaani Dekha Hobe

 

ঘুম ভেঙে কিছু মেঘলা দিন হোক লিরিক্স [ Ghum venge kichu meghla din hok lyrics] | Anupam Roy

 

 

Anupam Roy

 

মেঘলা দিন হোক লিরিক্স বাংলা :

মেলেছো চোখ উড়েছে ধুলো
দূরের পালক তোমাকে ছুঁলো
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে শোনো
আমাকে রাখো চোখের কিনারে,
গোপন মিনারে

ঘুম ভেঙ্গে কিছু মেঘলা দিন ও হোক
ওড়নার পাশে সেফটিপিন ও হোক
বিকেলের নাম অ্যাল পাচিনো হোক
খেয়ালী ছাতে

কফি কাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন
চুপি চুপি কেঁদে রোদ পোহানো দিন
ভালো হয় যদি সঙ্গে আনো দিন

যে কোন রাতে
জানি দেখা হবে
ঠোঁটের ভেতরে ঘুমের আদরে

চকমকি মনে মন জ্বালাতে চাই
দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই
পিছু ডাকি ঘুম সাজাতে চাই
বিছানা ঘিরে

ও.. ছোট ল্যাম্পশেড অল্প আলো তার
চুল খুলে কে যে রূপ বাড়ালো তার
তুমি বোঝোনা কি মন্দ ভালো তার
যেওনা ফিরে

জানি দেখা হবে
রাতের সোহাগে
তোমার পরাগে

মেলেছো চোখ উড়েছে ধুলো
দূরের পালক তোমাকে ছুঁলো
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে শোনো
আমাকে রাখো চোখের কিনারে
গোপন মিনারে

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Ghum venge kichu meghla din hok lyrics in english :

Melecho chokh ureche dhulo
Durer palok tomake chulo
Tobu aaje ami raji
Chapa thote kotha fote shono
Amake rakho chokher kinare
Gopon minare

Ooo.. jo wada kiya woh nivana parega
Roke jamana chahai
Roke khudai tum ko
Aana parega

Ghum venge kichu meghla din o hok
Ornar pase safetipin o hok
Bikaler name al pichano hok
Kheyali chate

Coffee cup a eka thot choyano din
Chupi chupi kede rodh pohano din
Valo hoy jodi songe ano din
Je kono rate

Jani dekha hobe
Thoter vetore ghumer adore

Chokmoki mone mon jalate chai
Dine balkoni brishti rate chai
Pichu daki ghum sajate chai
Bichana ghire

Ooo..choto lampshade olpo alo tar
Chul khule ke je rup baralo tar
Tumi bojhona ki mondo valo tar
Jaona phire

Jani dekha hobe
Rater sohage
Tomar porage

Ooo.. jo wada kiya woh nivana parega
Roke jamana chahai
Roke khudai tum ko
Aana parega

Melecho chokh ureche dhulo
Durer palok tomake chulo
Tobu aaje ami raji
Chapa thote kotha fote shono
Amake rakho chokher kinare
Gopon minare

 

Anupam Roy

 

আরও দেখুন :

Exit mobile version