Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

মেঘের কোলে রোদ লিরিক্স [ Megher Kole Rod Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । আশা ভোঁসলে । Asha Bhosle

মেঘের কোলে রোদ লিরিক্স [ Megher Kole Rod Lyrics ]

রবীন্দ্রসঙ্গীত

আশা ভোঁসলে । Asha Bhosle

 

 

আশা ভোঁসলে একজন ভারতীয় গায়িকা। মূলত তিনি হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত। আশা ভোঁসলে ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন।

১৯৪৩ সাল থেকে আরম্ভ করে তিনি ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। তিনি তাঁর সঙ্গীত জীবনে মোট ৯২৫টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন।

 

মেঘের কোলে রোদ লিরিক্স [ Megher Kole Rod Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । আশা ভোঁসলে । Asha Bhosle

মেঘের কোলে রোদ লিরিক্স

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আহা.. হাহা.. হা

আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি
আহা.. হাহা.. হা

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আহা.. হাহা.. হা

 

 

কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি
আহা.. হাহা.. হা

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি
আহা.. হাহা.. হা

কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেবো ফুলে
তাল দিঘিতে ভাসিয়ে দেবো
চলবে দুলে দুলে

রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেনু
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেনু

মাখবো গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি
আহা.. হাহা.. হা

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আহা.. হাহা.. হা
আজ আমাদের ছুটি ও ভাই

 

 

আজ আমাদের ছুটি
আহা.. হাহা.. হা
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আহা.. হাহা.. হা

 

Megher Kole Rod Lyrics

Megher kole rod heseche
Badol Geche tuti
Aha..haha..ha

Aaj amader chuti o vai
Aaj amader chuti
Aha..haha..ha

Megher kole rod heseche
Badol Geche tuti
Aha..haha..ha

Ki kori aaj vebe na pai
Poth hariye kon bone jai
Kon mathe je chute berai
Sokol chele juti
Aha..haha..ha

Megher kole rod heseche
Badol Geche tuti
Aha..haha..ha

Keya patar nowko gore
Sajiye debo phule
Tal dighi te vasiye debo
Cholbe dule dule

 

 

Rakhal cheler songe dhenu
Chorabo aaj bajiye benu
Makhbo gaye phuler renu
Chapar bone luti
Aha..haha..ha

Megher kole rod heseche
Badol Geche tuti
Aha..haha..ha

Aaj amader chuti o vai
Aaj amader chuti
Aha..haha..ha

 

মেঘের কোলে রোদ লিরিক্স [ Megher Kole Rod Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । আশা ভোঁসলে । Asha Bhosle

আরও দেখুনঃ

এ এমন পরিচয় লিরিক্স [ E Emon Porichoy Lyrics ] । সোলস । Souls । পার্থ বড়ুয়া । Partho Barua

Exit mobile version