মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স – কাজী নজরুল ইসলাম – [ Mor Priya Hobe Eso Rani Lyrics – Kazi Nazrul Islam ]

মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

 

মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স-কাজী নজরুল ইসলাম-[Mor Priya Hobe Eso Rani Lyrics-Kazi Nazrul Islam]
কাজী নজরুল ইসলাম

মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স – কাজী নজরুল ইসলাম – [ Mor Priya Hobe Eso Rani Lyrics – Kazi Nazrul Islam ]

 

মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স-কাজী নজরুল ইসলাম-[Mor Priya Hobe Eso Rani Lyrics-Kazi Nazrul Islam]
কাজী নজরুল ইসলাম

মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স

মোর প্রিয়া হবে এসো রাণী
দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রাণী
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস সারির দুলানো মালিকা
কন্ঠে তোমার পরাবো বালিকা
হংস সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব
মেঘ রং এলো চুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রাণী
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রং ছানি
আলতা পরাব পায়
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রং ছানি
আলতা পরাব পায়
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া
তোমারে ঘেরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রাণী
দেব খোঁপায় তারার ফুল
মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স-কাজী নজরুল ইসলাম-[Mor Priya Hobe Eso Rani Lyrics-Kazi Nazrul Islam]
কাজী নজরুল ইসলাম

Mor Priya Hobe Eso Rani Lyrics

Mor Priya hobe eso rani
Debo khopay tarar phul
Korne dolabo tritiya tithiro
Chaiti chadero dul
Debo khopay tarar phul
Mor Priya hobe eso rani
Konthe tomar porabo balika
Hongso sarir dulano malika
Konthe tomar porabo balika
Hongso sarir dulano malika
Bijli jariṇo fitay badhibo
Megh rong elo chul
Debo khopay tarar phul
Mor Priya hobe eso rani
Jochnar sathe chondon diye
Makhabo tomar gay
Ramdhonu hote lal rong chani
Alta porabo pay
Jochnar sathe chondon diye
Makhabo tomar gay
Ramdhonu hote lal rong chani
Alta porabo pay
Amar ganer sat sur diya
Tomar basor rochibo priya
Tomare gheriya gahibo amar
Kobitar bulabul
Debo khopay tarar phul
Mor Priya,hobe eso rani
Debo khopay tarar phul
মোর প্রিয়া হবে এসো রাণী লিরিক্স-কাজী নজরুল ইসলাম-[Mor Priya Hobe Eso Rani Lyrics-Kazi Nazrul Islam]
কাজী নজরুল ইসলাম