Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যখন থামবে কোলাহল [ Jokhon thambe kolahol ]

“যখন থামবে কোলাহল” গানটি গেয়েছেন বাংলাদেশ এর বিখ্যাত গায়ক রুনা লায়লা রুনা লায়লা একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। এই গানটির গীতিকার জনাব মাসুদ করিম ও স্বর্গীয় সুরকার সুবল দাসের সুর করা।

রুনা লায়লা

যখন থামবে কোলাহল [Jokhon thambe kolahol]

যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে

যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে

বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে

যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে । ।

 

রুনা লায়লা

 

রুনা লায়লাঃ

রুনা লায়লা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Exit mobile version