যখন প্রথম ধরেছে কলি আমার লিরিক্স | Jokhon prothom dhoreche koli amar lyrics, গানটি তে কণ্ঠ দিয়েছেন সানাম।
যখন প্রথম ধরেছে কলি আমার লিরিক্স | Jokhon prothom dhoreche koli amar lyrics | সানাম | রবীন্দ্র সঙ্গীত
যখন প্রথম ধরেছে কলি আমার লিরিক্স:
আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তখনো কুহেলী জালে সখা,
তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা,
উঠিতেছে ছলোছলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
এখনো বনেরও গান,
বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল,
এই বেলা তোর শেষ কথা দিস বলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
তোমারো লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি।
আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে,
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।
Jokhon prothom dhoreche koli amar lyrics in English:
Amar mallika bone
Jakhon prothom dhoreche koli
Amar mallika boneTomar laagia tokhoni, bandhu,
bedhechinu Anjali
Tomar laagia toakhoni, bandhu,
bedhechinu Anjali
Amar Mollika bone, Amar Mollika bone
Jakhon prothom dhoreche koli
Amar Mollika bone
Takhono kuhelijaale sakhaa,
taruni ushaaro bhaale
Sisire sisire arunomalika
uthiteche chalochali
Amar mollika bone ,Amar mollika bone
Jakhon prathom dhoreche koli
Amar mallika bone
Akhono bonero gaan, bondhu,
hoya ni to abosaan
Tabu akhoni jaabe ki choli
Akhono bonero gaan, bondhu,
hoya ni to abosaan
Tabu akhoni jaabe ki choliO mor karonu bollika
O tor sranto mollika
Jharo jharo holo
Aei bala tor ses kothaa dis boli
Amar mollika bone, amar mollika bone
Jakhon prathom dhoreche koli
Amar mollika bone
Tomar laagia toakhoni, bandhu,
bedhechinu Anjal
Amar Mollika bone, Amar Mollika bone
Jakhon prothom dhoreche koli
Amar Mollika bone
রবীন্দ্র সঙ্গীত:
রবীন্দ্রসঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।
‘রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়। রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুরারোপিত গানগুলিকে ‘রবীন্দ্রসংগীত’ বর্গভুক্ত করা হয় না। এই কারণে জনপ্রিয় ‘দিনের শেষে ঘুমের দেশে’ (সুরকার: পঙ্কজকুমার মল্লিক) গানটিকে রবীন্দ্রসঙ্গীত পর্যায়ভুক্ত করা হয়নি।
বাংলা সঙ্গীত বাংলার সহস্রাব্দ প্রাচীন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাংগীতিক ঐতিহ্যটিকে নির্দেশ করে। ঐতিহাসিক বাংলা অঞ্চলটি বর্তমানে স্বাধীন বাংলাদেশ ও ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিভক্ত। বাংলা ভাষায় রচিত ও বিভিন্ন শৈলীর সুরে সমৃদ্ধ বাংলা সঙ্গীতধারাটি এই উভয় অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।
বাংলার প্রাচীন সঙ্গীতকলা সংস্কৃত স্তোত্রসঙ্গীত প্রভাবিত। এই সময়কার বৈষ্ণব ভাবাশ্রিত কিছু ধর্মসঙ্গীতিগুলি আজও পূর্ব ভারতীয় মন্দিরগুলিতে গীত হয়। ত্রয়োদশ শতাব্দীতে কবি জয়দেব বিরচিত গীতগোবিন্দম্ এই জাতীয় সঙ্গীতের একটি বিশিষ্ট উদাহরণ। মধ্যযুগে নবাব ও বারো ভূঁইয়া নামে খ্যাত শক্তিশালী ভূস্বামীবর্গের পৃষ্ঠপোষকতায় প্রতিপালিত সঙ্গীতধারায় আবার হিন্দু ও মুসলমান সাংগীতিক রীতির এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
আরও দেখুনঃ