![যখন সময় থমকে দাঁড়ায় [ Jokhon somoy thomke daray ] 1 যখন সময় থমকে দাঁড়ায়](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/nachiketa_1-sixteen_nine-e1644741001514-280x300.jpg)
“যখন সময় থমকে দাঁড়ায়” গানটি গেয়েছেন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার নচিকেতা চক্রবর্তী ।
যখন সময় থমকে দাঁড়ায় [ Jokhon somoy thomke daray ]
গীতিকারঃ নচিকেতা চক্রবর্তী
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ নচিকেতা চক্রবর্তী
যখন সময় থমকে দাঁড়ায় [ Jokhon somoy thomke daray ]
যখন-সময় থমকে দাঁড়ায়
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
যখন-সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন-স্বপ্ন-স্বপ্ন, স্বপ্ন দেখে মন
স্বপ্ন-স্বপ্ন-স্বপ্ন, স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
যখন আমার গানের পাখি
শুধু আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
নচিকেতা চক্রবর্তীঃ
যখন সময় থমকে দাঁড়ায় এর গায়ক নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। তার জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৪, কলকাতায়। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে , পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা।
‘নচিকেতা চক্রবর্তী’ একটি আদর্শের নাম। যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন। যেমনঃ “হঠাৎ বৃষ্টি” ছবিটিতে তিনি সংগীত পরিচালক হিসেবে এবং সংগীত শিল্পী হিসেবে কাজ করেছেন।
আরও দেখুনঃ