গানপ্রেমীদের জন্য বিশেষ আবেগময় গান “দুঃখ যত দাও আমাকে”। গায়ক মনি কিশোর, যিনি প্রায় এক যুগ আগে শেষবারের মতো অ্যালবামে গান করেছিলেন, এখনও গানে বেঁচে আছেন নতুনভাবে। যদিও তিনি কনসার্ট বা স্টেজ শোতে আর অংশ নেন না, পেশাজীবীদের সাংস্কৃতিক আসরে বা বিশেষ আমন্ত্রণে মাঝেমধ্যে গান পরিবেশন করেন। সাম্প্রতিক সময়ে তিনি ইউটিউবে নতুন গান প্রকাশ করে শ্রোতাদের মুগ্ধ করেছেন। এই গান তার সঙ্গীতজীবনের ধারাবাহিকতারই এক অনন্য প্রমাণ।
দুঃখ যত দাও আমাকে লিরিক্স
দুঃখ যতো দাও আমাকে
শয়ে যাবো আমি একা নিরবে
কষ্ট আছে যতো এ বুকে
প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে
কখনো আমাকে যদি মনে পড়ে
দুচোখের জ্বল যেন না ঝরে
দুঃখ যতো দাও আমাকে
শয়ে যাবো আমি একা নিরবে
গানটি ভালো লাগলে সমাপ্ত হওয়ার
পর লাইক দিতে ভুলবেন না।
তোমার সুখের দিনে আমাকে মনে করে
ভেঙ্গোনা নিজের সুখ বিনা কারনে
তোমার সুখের দিনে আমাকে মনে করে
ভেঙ্গোনা নিজের সুখ বিনা কারনে
তোমার সৃতির মাঝে আমার স্বপ্ন ভাসে
স্বপ্নটা কবু যেন না মরে
দুঃখ যতো দাও আমাকে
শয়ে যাবো আমি একা নিরবে
তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে
যদি তুমি সুখী হও অন্য জীবনে
তোমার জীবন থেকে আমাকে দূরে রেখে
যদি তুমি সুখী হও অন্য জীবনে
দূরে সরে যাবো নিজে কে আমি পোড়াব
আসবো না কোন দিন ও ফিরে
দুঃখ যতো দাও আমাকে
শয়ে যাবো আমি একা নিরবে
কষ্ট আছে যতো এ বুকে
প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে
কখনো আমাকে যদি মনে পড়ে
দুচোখের জ্বল যেন না ঝরে
দুঃখ যতো দাও আমাকে
শয়ে যাবো আমি একা নিরবে
কষ্ট আছে যতো এ বুকে
প্রার্থনা করে যাবো থাকো তুমি সুখে