যদি কাগজে লেখো নাম [ jodi kagoje lekho naam ]
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিড়ে যাবে,
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে,
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।
হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে,
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।
কেউ কি ভেবেছিলো শ্যামকে ভালোবেসে,
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে,
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।
গভীর হয় গো সেখানে ভালোবাসা,
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা।
চোখেরও আড়ালে, মাটির নীচে ঐ,
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে,
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।
Jodi kagoj-e lekho naam, kagoj chhire jabe,
Pathore lekho naam, pathor khoye jabe,
Hridaye lekho naam, se naam roye jabe.
Hriday ache jar, sei to bhalobashe,
Protiti manusher-i jibone prem ase.
Keu ki bhechhilo Shyam-ke bhalobese,
Radha’r bhalobasha kahini hoye jabe,
Hridaye lekho naam, se naam roye jabe.
Gobhīr hoy go sekhane bhalobasha,
Mukhe to sekhane thake na kono bhasha.
Chokher-o arale, matir niche oi,
Folgu chiradin-i nire bōye jabe,
Hridaye lekho naam, se naam roye jabe.
যদি কাগজে লেখো নাম [ jodi kagoje lekho naam ] নিয়ে কভার ঃ