যদি কেরে নিতে বলে লিরিক্স [ Jodi Kere Nite Bole Lyrics ] । Autograph । রূপম ইসলাম । Rupam Islam
লিরিক ডেস্ক, সঙ্গীত গুরুকুল, GOLN
যদি কেরে নিতে বলে লিরিক্স [ Jodi Kere Nite Bole Lyrics ]
রূপম ইসলাম । Rupam Islam
Lyrics – Anupam Roy
Movie – Autograph
রূপম ইসলাম (জন্ম: ২৫ জানুয়ারি, ১৯৭৪) হলেন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার, গীতিকার ও লেখক। তিনি বিখ্যাত বাংলা রক্ ব্যান্ড ফসিল্স-এর প্রধান কন্ঠ শিল্পী।
তিনি মূলত তাঁর সোলো অ্যালবাম এবং ফসিল্স-এর অ্যালবাম দ্বারা বিপুল খ্যাতি লাভ করেছেন। এছাড়াও তিনি বহু বাংলা ছবি-তে নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেছেন।
দুটো হিন্দি ছবি এবং একটি তেলুগু ছবিতে তিনি গান গেয়েছেন। বিভিন্ন বাংলা ধারাবাহিক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপনের জন্যেও তাঁকে গান গাইতে শোনা গেছে। ২০১০ সালে বাংলা ছবি মহানগর@কলকাতা-তে নেপথ্য গায়ক হিসেবে তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন।
যদি কেরে নিতে বলে লিরিক্স [ Jodi Kere Nite Bole Lyrics ] । Autograph । রূপম ইসলাম । Rupam Islam
যদি কেরে নিতে বলে লিরিক্স
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেবোনা
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেবোনা
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেবোনা
যদি বেচে দিতে বলে শিকড়ে বাধা মাটি
জেনো আমি বেচতে দেবোনা
আর, আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি
হারানো শব্দের খোঁজ
আর এভাবেই নরম বালিশে,
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এভাবেই মুখের চাদরে,
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।।
Jodi Kere Nite Bole Lyrics
Jodi kere nite bole
kabita thasa khata
Jeno kere nite debona
Jodi chhere jete bole
shohure kathokota
Jeno ami chhaarte debona (x2)
Ar ami ami jani jani
Chora-baali kato khani
Gileche amader roj
Ar ami ami jani jani
Proti rate hoyrani,
Harano shabder khonj
Ar ebhabei narom balishe,
Tomar oi chokher nalishe
Benche thak raat porider snan
Thonte niye benche thakar gaan
Ar ebhabei mukher chaadore,
Porichito haater aadore
Sukhe thak rat porider snaan
Thonte niye bachiye raakhar gaan
Jodi nimeshe harale,jibane poripaati,
Tobu here jete debo na
Jodi beche dite bale, shikore baadha mati,
Jeno ami bechte debo na
Ar ami ami jani jani
Chora-baali katokhani
Gileche amader roj
Ar ami ami jani jani
Protiraate hoyraani
অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।
২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান। তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।