যদি থাকতে তুমি লিরিক্স [ Jodi Thakte Tumi Lyrics ]
হাসান এস. ইকবাল । Hasan S. Iqbal
যদি থাকতে তুমি লিরিক্স [ Jodi Thakte Tumi Lyrics ] । হাসান এস. ইকবাল । Hasan S. Iqbal
যদি থাকতে তুমি লিরিক্স
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
সামনে তোমার এনে দিতাম সব
যা যা চাইতে তুমি,
তুমি বলার আগে বুঝতাম আমি
যখন মন খারাপ করে থাকতে তুমি।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর।
আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ
কানে বাজে তোমার গলার স্বর,
তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি
উঠে এই মাতাল মনে ঝড়।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙিন,
যদি থাকতে তুমি।।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
মাঝে মাঝে ভাবি
সব দোষ যে আমারি,
আমায় ভুলে যাওয়াটাই সহজ।
তুমি কবে আসবে
ভালোবাসবে আমাকে,
এখনো এই আশায় থাকি রোজ।
এমন হবে কোনো দিন
আমি আগে ভাবিনি,
এমন হবে কোন দিন
আমি আগে ভাবিনি,
যে আমায় ছাড়া বাঁচতো না আজ
সে কেন বিলীন ?
যদি থাকতে তুমি
বাঁচতে আমার লাগতো না কঠিন,
যদি থাকতে তুমি।
যদি থাকতে তুমি
কাটতো আমার দিনগুলো রঙ্গিন,
যদি থাকতে তুমি।।
Jodi Thakte Tumi Lyrics
Bachte amar lagto na kothin
Jodi thake tumi
Katto amar din gulo rongin
Jodi thake tumi
Shamne tomar ene ditam shob
Ja ja chaite tumi
Bujhtam ami jokhon mon kharap
Kore thakte tumi
Ami aage bhabini
Je amay chara bachoto na
Aaj shey keno beelen
Shudhu tomar oi mukh
Tomar golar shor
Kori shudhu paglami
Uthe ei matal mone jhor
Shob dosh je amare
Amaye bhule jayatai shohoj
Bhalobashbe amake