Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যদি থাকে নসিবে লিরিক্স [ Jodi take nosibe lyrics ] । চিশতী বাউল । Chisty Baul

যদি থাকে নসিবে লিরিক্স [ Jodi take nosibe lyrics ]

চিশতী বাউল । Chisty Baul

 

 

যদি থাকে নসিবে লিরিক্স [ Jodi take nosibe lyrics ] । চিশতী বাউল । Chisty Baul

যদি থাকে নসিবে লিরিক্স

যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা।

আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষণ,
সেই মনে আর ঘুণে ধরে না
রে মন ধরে না,
সেই মনে আর ঘুণে ধরে না।
ভালো লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে,
তাড়াইয়া দিলেও সরে না
রে মন সরে না,
এই যে ভীষণ যন্ত্রণা।

বেহায়ামনা শামসেল হকে
আশার মশাল জ্বেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা।
মনচোরা হালিম চান
নিদয়া নিষ্ঠুর পাষাণ,
আঁখি জলে মন টলে না রে তার টলে না,
এই যে ভীষণ যন্ত্রণা।

যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে,
জোর করে মন হরণ করো না, করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা।

 

Jodi take nosibe lyrics

Jodi thake noshibe
Aponi aponi ashibe
Jor kore mon horon koro na
Kore cholona, ei je vishon jontrona
Apon mone hoy jodi moner moton
Mone mon kore akorshon
Sei mone aar ghune dhore na
Re mon dhore na
Sei mone aar ghune dhore na
Valo lagle valobese
Kache ese muchki hase
Taraiya dileo sore na
Ei je bhishon jontrona

 

https://youtu.be/MgOTXjm_o4Q

যদি থাকে নসিবে লিরিক্স [ Jodi take nosibe lyrics ] । চিশতী বাউল । Chisty Baul

আরও দেখুনঃ

স্বাধীনতা তুমি কবিতার লিরিক্স [ sadhinota tumi kobitar lyrics ] । শামসুর রাহমান

 

Exit mobile version