Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

মান্না দে 3 যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

“যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ (তবুও তুমি আমার)” গানটি বাংলা আধুনিক গানের একটি মধুর প্রেমিক অনুভূতির প্রকাশ। গানটি গেয়েছেন মান্না দে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার নীতা সেন।

 

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়

তবুও তুমি আমার

যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়

তবুও তুমি আমার

যদি প্রশান্ত মহাসাগরে এক ফোটা জল আর নাও থাকে

যদি গঙ্গা ভোলগা হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে

যদি ভিসুভিয়াস ফুজিয়ামা একদিন

জ্বলতে জ্বলতে জ্বলেও যায়

তবুও তুমি আমার

 

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে

যদি নিভেও যায় কোন দিন যতটুকু আলো আছে

ঐ সুর্য আর চাঁদে

যদি সাইবেরিয়ার তুষারে কখোনে সবুজ ফসল ফলেও যায়

তবুও তুমি আমার

Exit mobile version