যাদের হৃদয়ে আছে লিরিক্স । Song: JADER HRIDOYE ACHE ALLAH’r VOYSingers Ataul Osmani, Safayet Hossain Safa, Nurul Anwar, Salauddin Md Rasel, Sadekur Rahman, Mojibur Rahman Repon, Maroof Shah Ahmed, Hasibur Rahman, Abu Sadid Naser Chowdhury, Md Zonaid Hossain, Mohammed Ibarhim Khalil & Iqbal HJ
Lyric: Bilal Hossain Nuri
Table of Contents
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় লিরিক্স । jader hridoye ache allahor voy lyrics | bangla islamic song
যাদের হৃদয়ে আছে লিরিক্স
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায়না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায়না।
রাতের আঁধারে যারা সেজদাতে রয়
দুচোখের অশ্রুতে নদী যেন বয় । (২)
ছলনার হাতছানি যতই আসুক
পেছনে ফিরেও সে তাকায় না ।
দ্বীন কায়েমের পথে যারা অবিচল
তারা হলো আল্লাহর প্রিয়জন,
বাতিলের কাছে যারা হার মানেনা
সংগ্রাম করে যায় আমরণ।
হেরার আলোতে যার হৃদয় রঙিন
হাতে আল কুরআনের দীপ্ত সঙিণ,
সত্যের পথে যারা নিবেদিত প্রাণ
শত্রুকে কভু ভয় পায়না ।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায়না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায়না।
jader hridoye ache allahor voy lyrics in english
Tara kivu poth vule jayna
Allahr prem chara ei duniyay
Karo kache kono kichu chayna.
Raater adhare jara sejdate roy
Duchokher oshrute nodi jeno boy (2)
Cholonar haatchani jotoi asuk
Pechone fireo se takay na.
Deen kayemer pothe jara obichol
Tara holo allahr priyojon,
Batiler kache jara haar manena
Songram kore jay omoron.
Herar alote jar hridoy rongin
Haate Al Quran er dipto songin,
Sotter pothe jara nibedito pran
Shotruke kovu voy payna.
Jader hridoye ache allahr voy
Tara kivu poth vule jayna,
Allahr prem chara ei duniyay
Karo kache kono kichu chayna.

ইসলামি সঙ্গীত:
ইসলামি সঙ্গীত হলো ইসলাম সম্বন্ধীয় মুসলমান ধর্মীয় সঙ্গীত। বাংলা ভাষায় ইসলামি গানের জনক কাজী নজরুল ইসলাম।