যাবি যেদিন শশান ঘাটে – পরীক্ষিৎ বালা | Jabi Jedin Sosan Ghate – Parikshit Bala

“যাবি যেদিন শশান ঘাটে” গানটি জনপ্রিয় বাংলা শিল্পী পারিক্ষিত বালা’র একটি হৃদয়স্পর্শী সঙ্গীতকর্ম। এই গানটি মূলত বেদনার এবং বাঁচার অর্থের প্রতিফলন, যেখানে জীবন ও মৃত্যু, বিদায় ও স্মৃতির বিষয়গুলো গভীরভাবে উপস্থাপন করা হয়েছে। শশান ঘাটের মতো জায়গার মাধ্যমে মৃত্যুর অবশ্যম্ভাবী সত্য এবং জীবনের ক্ষণস্থায়ীতা বোঝানো হয়েছে, যা শ্রোতাদের ভাবনার অন্তরালে নিয়ে যায়। পারিক্ষিত বালার মধুর কণ্ঠ ও গানের সরল কিন্তু শক্তিশালী লিরিক্স এই গানটিকে একটি স্মরণীয় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত করেছে। এর মাধ্যমে শ্রোতারা জীবনের অস্থিরতা ও বেদনার মুহূর্তগুলো অনুভব করতে পারেন এবং প্রতিটি বিদায়ের পেছনে থাকা গভীর মানবিকতা উপলব্ধি করেন।

 

যাবি যেদিন শশান ঘাটে লিরিক্স

হাতির দাঁতের পালঙ্ক তোর,রইবে খালি পড়ে।

যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।

 

সঙ্গে দিবে এক মুঠো তিল,গোটা কয়েক কড়ি,

দুই চোখে তুলসী পাতা,সঙ্গে মাটির হাড়ি।।

পরনের ঐ দামি কাপড়,নেবে সেদিন কেড়ে।।

যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।

 

যে ছেলেটি প্রথম তোকে,ডেকেছিল পিতা,

শ্মশান ঘাটে সেই ছেলেই তো,জ্বালবে রে তোর চিতা।।

পুড়বে রে তোর সাধের দেহ,কর্ম রবে পরে।।

যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।

 

পরকে আপন ভেবে রে তুই,বাঁধলি সুখের ঘর,

দয়ালই তোর পরম আপন,আর তো সবি পর।।

অন্তিমকালে হরি বলে,ডাক্ রে সকল ছেড়ে।।

যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।।

 

Jabi Jedin Sosan Ghate Lyrics in english

Haatir Danter… Palonko Tor..
Roibe Khali Pore..

Jabi Jedin Sosan Ghate..
Bansher Dolay Chore [x2]

Songey debe ek mutho tiil
Gota-koyek kori..
Dui chokhe tuloshi paata
Songee matir haari [x2]

Poroner-oi daami kapor
nebe sedin kere.. [x2]
Jabi Jedin Soshan Ghate..
Basher Dolay Chore

Je cheleti prothom toke
deke chilo pita..
Soshan ghate sei cheleto
jalbe-re tor chita [x2]

Purbe re tor sadher deho
kormo robe porey.. [x2]

Jaabi Jedin Soshan Ghate..
Basher Dolay Chorey [x2]

Por-ke apon vebe re tui
badhli sukher ghor..
Doyale tor porom apon
aar-to shobi por.. [x2]

Ontim kale hori bole
daakre shokol chere.. [x2]

Jaabi Jedin Soshan Ghatey..
Basher Dolay Chore [x3]

Leave a Comment