যারা মাকে ভালোবাসো না [ Jara Ma Ke Valo Basho Na ]

যারা মাকে ভালোবাসো না
নকুল কুমার বিশ্বাস

“যারা মাকে ভালোবাসো না” গানটি লিখেছেন , গেয়েছেন এবং সুর করেছেন নকুল কুমার বিশ্বাস । 

যারা মাকে ভালোবাসো না [ Jara Ma Ke Valo Basho Na ]

গীতিকারঃ নকুল কুমার বিশ্বাস

সুরকারঃ নকুল কুমার বিশ্বাস

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ নকুল কুমার বিশ্বাস

যারা মাকে ভালোবাসো না [ Jara Ma Ke Valo Basho Na ]

যারা মাকে ভালোবাসনা
তারা আমার গান শোন না
যারামাকে অবহেলা কর
মায়ের কষ্ট বোঝনা
তারা আমার গান শোন না
যারা মাকে ভালোবাসনা,
তারা আমার গান শোন না
মায়ের ক’টা নাড়ি ছিঁড়ে তুমি,
এই পৃথিবীতে এলে,
একদিনও কি হিসেব করে?
দেখেছ ও ছেলে.-।।

যারা মাকে ভালোবাসো না
নকুল কুমার বিশ্বাস

সেই মাকে যারা দেওনা খেতে.-।।
একটু ভক্তি করোনা
তারা আমার গান শোন না
যারা মাকে ভালোবাসনা,
তারা আমার গান শোন না।
এক জনমে মায়ের দুগ্ধ,
খেলে যতদিন,
শত জনম সেবা করেও
শোধ হবেনা ঋণ.-।।
সেই.জ্যান্ত মাকে রেখে যারা
জ্যান্ত মাকে রেখে কর-
মাটির মায়ের সাধনা
তারা আমার গান শোন না
যারা মাকে ভালোবাসনা,
তারা আমার গান শোন না।
মায়ের চেয়ে আপন আমি,
কোথায় ও পাইনি.-।।
তোমরা যদি পেয়ে থাকো,
সে কিন্তু ডাইনী।
নকুল বলে যে না কর,
জ্যান্ত মায়ের সাধনা;
তারা আমার গান শোন না
যারা মাকে ভালোবাসনা.-।।
তারা আমার গান শোন না;
যারা.মাকে অবহেলা কর.-।।
মায়ের কষ্ট বোঝনা;
তারা আমার গান শোন না
যারা মাকে ভালোবাসনা,
তারা আমার গান শোন না.-।।

নকুল কুমার বিশ্বাসঃ

যারা মাকে ভালোবাসো না
নকুল কুমার বিশ্বাস

যারা মাকে ভালোবাসো না গানের গীতিকার নকুল কুমার বিশ্বাস একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। নকুল কুমার বিশ্বাস ১৯৬৫ সালে মাদারীপুর জেলার দত্ত কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন।  তার পিতার নাম সুরেন্দ্র নাথ বিশ্বাস এবং মাতার মঙ্গলী দেবী। মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। সেই থেকে যাত্রাসহ গ্রাম ও শহরাঞ্চলে বহু অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। গানের পাশাপাশি তিনি সেতার, তবলা, বাঁশি, সরোদ, সন্তুর, দোতারা, ও ম্যান্ডালিনসহ আরো নানারকম বাদ্য যন্ত্রে পারদর্শী, বিশেষ করে হারমোনিয়াম বাজানোতে রয়েছে তার বিশেষ দক্ষতা। বাংলাদেশ বেতারে যন্ত্র ও সঙ্গীতশিল্পী হিসেবে চাকরি করেছেন অনেকদিন।

আরও দেখুনঃ 

Leave a Comment