Site icon সঙ্গীত গুরুকুল, GOLN

যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ] । সোনু নিগম । Sonu Nigam

যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ]

সোনু নিগম । Sonu Nigam

Music Composer : Jeet Gannguli

Movie : Premi (2004)

 

 

সোনু নিগম (ইংরেজি: Sonu Nigam; জন্ম: ৩০শে জুলাই, ১৯৭৩) হলেন একজন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি সাধারণত হিন্দি এবং কন্নড় ভাষায় গান করে থাকেন। এছাড়াও তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন।

জিৎ গাঙ্গুলী ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং গায়ক। তিনি শুধু বাংলায়ই নয়, হিন্দিতেও সঙ্গীত পরিচালনা করেছেন। মুম্বইয়ের একটি সংষ্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ৩ বছর বয়সে সংগীতের দুনিয়ায় প্রবেশের ইচ্ছা জাগ্রত হয়েছিল তার মনে।

কলকাতার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ব্যক্তি কলি গাঙ্গুলীর নিকট তিনি উপমহাদেশীয় সংগীত সঙ্গীত শেখেন। কলি গাঙ্গুলীই তার পিতা এবং ‘গুরু’। পক্ষান্তরে তিনি কার্লটন কিটোর নিকট পাশ্চাত্য সংগীত শেখেন। সঙ্গীতের এই দুই ধারায় পারদর্শী হয়ে তিনি বলিউড এবং টলিউডে অনবদ্য কিছু সঙ্গীত পরিচালনা করেন।

 

 

যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ] । সোনু নিগম । Sonu Nigam

যার ছবি এই মন এঁকে লিরিক্স

যার ছবি এই মন এঁকে যায়,
যার কথা ভেবে দিন কেটে যায়।

যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়,
সেকি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়।
যার ছবি এই মন এঁকে যায়।।

কাজল কালো দুটি চোখে
সে যখনই আমায় দেখে,
পড়েনা চোখেতে পলক
আর আসেনা কথা মুখে।

তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া
এই বুকেতে ঝড় তুলে যায়..
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়,
সেকি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়।
যার ছবি এই মন এঁকে যায়।।

বলবো কবে তাকে ডেকে
আমি তোমাকে ভালোবাসি,
করেছে পাগল আমাকে
ওগো তোমার ওই মিষ্টি হাসি।

কবে জানবে তুমি, কবে বলবো আমি
কেউ আছে গো তোমার আশায় ..
যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়,
সেকি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়।
যার ছবি এই মন এঁকে যায়।।

Jar Chobi Ei Mon Eke Lyrics

Jar Chobi Ei Mon Enke Jay
Jar kotha vebe din kete jay
Se ki jane sudhu take
bhalobashe amar hridoy
Jar Chobi Ei Mon Eke Jai
Kajol kalo duti chokhe
Se jokhoni amay dekhe
Pore na chokhete polok
Ar ashe na kotha mukhe

 

Tor chole jawa fire ektu chawa
Ei bukete jhor tule jay
Bolbo kobe take deke
Ami tomake bhalobashi
Koreche pagol amake
Kobu tomar oi misti haasi
Kobe janbe tumi kobe bolbo ami
Keu ache go tomar ashay

 

যার ছবি এই মন এঁকে লিরিক্স [ Jar Chobi Ei Mon Eke Lyrics ] । সোনু নিগম । Sonu Nigam

আরও দেখুনঃ

Exit mobile version