যার ভাবে আজ মুড়েছি মাথা – গানটি একটি লালন গীতি । গানটি বাউল সম্রাট লালন শাহ্ গেয়েছিলেন । লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় । যতদিন বাউল গান থাকবে বাউল সম্রাট লালন ততদিন বেঁচে থাকবে মানুষের বুকে ।
![যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্ 1 যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_334,h_226/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/shot-cropped-1601846326069-e1644317026177-300x203.png)
যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্
যার-ভাবে আজ মুড়েছি মাথা।
সে জানে আর আমি জানি
আর কে জানে মনের কথা।।
মনের কথা রাখবো মনে
বলবো না তা কারো সনে।
ঋণ শুধিব কতদিনে
সদাই আমার সেই চিন্তা।।
সুখের কথা বোঝে সুখী
দুঃখের কথা বোঝে দুখী।
পাগল বোঝে পাগলের বোল
অন্যে কি বুঝিবে তা।।
যারে ছিদাম তোরা দুই ভাই
আমার বদহাল শুনে কাজ নাই।
বিনয় করে বলছে কানাই
লালন পদে রচে তা।।
![যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্ 2 YaifwwriN4BzRFCyqbslL4 যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_160,h_120/https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
Jar bhabe aj muruchi matha lyrics :
Jar vabe aaj murechi matha
Shey jane ar ami jani
Ar k jane moner kotha
Moner kotha rakhbo mone
Bolbona ta karo shone
Rin sudhibo kotodine
Sodai amar sei chinta
Sukher kotha bujhe sukhi
Dukher kotha bujhe dukhi
Pagol bujhe pagoler bol
Onno ki bujhbi to
Zare chidam tora dui vai
Amar bodhal sune kaj nai
Binoy kore bolche kanai
Lalon pode roche ta
![যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্ 3 যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_517,h_301/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/000000000001.jpg)
ভিডিও দেখুনঃ
লালন শাহ্ঃ
![যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ] | লালন শাহ্ 4 যার ভাবে আজ মুড়েছি মাথা [ Jar bhabe aj muruchi matha ]](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_180,h_260/https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/02/1449759132_3-2-207x300.jpg)
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে ।
লালন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে “সাঁই” বলে সম্বোধন করতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি ভান্ডারা (মহোৎসব) আয়োজন করতেন। যেখানে সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন এবং সেখানে সংগীত ও আলোচনা হত।
লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত ২৮৮টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে “লালন ফকির” হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, “ইহার জীবনী লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না।
শিষ্যরা তাঁহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন ১৭৭৪ খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার (বর্তমান বাংলাদেশের) ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন।কোনো কোনো লালন গবেষক মনে করেন, লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। এই মতের সাথেও অনেকে দ্বিমত পোষণ করেন।
বাংলা ১৩৪৮ সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়।
একসূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দরীবুল্লাহ্ দেওয়ান। পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা, লালন শাহের আরো দুই ভাই ছিলেন। আলম শাহ্ ও কলম শাহ্। আলম শাহ্ কলকাতা শ্রমিকের কাজ করেন।
১৮৯০ সালের ১৭ই অক্টোবর লালন ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন।
আরোও দেখুনঃ